Logo
Logo
×

নগর জুড়ে

মীর জুমলায় আজ থেকে চলবে গাড়ি, বসবে না কাঁচাবাজার

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

মীর জুমলায় আজ থেকে চলবে গাড়ি, বসবে না কাঁচাবাজার
Swapno

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত বহুল আলোচিত মীর জুমলা সড়ক নিয়ে রাজনীতি চলছে দীর্ঘদিন যাবত। যান চলাচলের জন্য সড়কটি নির্মিত হলেও প্রায় অর্ধশত বছর যাবত এই সড়কটি কাঁচামাল ব্যবসায়ী ও হকারদের অবৈধ দখলে আছে। তবে এবার সেই সড়কটিকে অবৈধ দখলমুক্ত করে সেখান দিয়ে গাড়ি চলচলের সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এই মধ্যে রাস্তাটির বিভিন্ন অংশে সংস্কার কাজ করে চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নিয়ে সেখানে সংস্কার কাজ করা হয়। এর আগে বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন মহল সড়কটি উদ্ধারে পদক্ষেপ নিলেও তা ছিল সাময়িক। কার্যত সড়কটিকে বে-দখল থেকে উদ্ধার করতে সফল হননি। এই সড়কটিকে ঘিরে কোটি টাকার চাঁদাবাজি হয় বলেও বিভিন্ন পক্ষ হতে অভিযোগ আছে। তাই এবারের নাসিকের এই উদ্যোগ কতদিন ধরে রাখতে পারবেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা ও বিশ্লেষণ।
 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে দ্বিগুবাবু বাজারের সামনের খালি জায়গা ইজারা নিয়ে মীর জুমলা সড়কের উপর কয়েকশ দোকান বসাতেন ইজারাদার। এর আগে এই অবৈধ দখল থেকে বহু চেষ্টা করেও এখানকার হকারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে কয়েক বছর নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ (যিনি ডিবি হারুন হিসেবে পরিচিত)এর সময় তার নির্দেশে সড়কটি উদ্ধার করা হয় এবং লম্বা একটা সময় তা দখলমুক্ত থাকে। এরপর এসপি হারুনের বদলি হয়ে যাওয়ার পর আবারও রাস্তাটি অবৈধ দখলে চলে যায়। এরপর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে শহরের সব সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্তে একমত হন শহরের তৎকালীন প্রভাবশালী দুই পরিবারের কর্ণধারেরা। তাদের সাথে সহমত পোষণ করেন তৎকালীন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু। এরপরই এই রাস্তাটি উদ্ধারে মাঠে নামে প্রশাসন। কিন্তু এরপর যেই লাউ সেই কদু। অর্থাৎ আবারো তা হকারদের দখলে চলে যায়।
 
তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সিটি কর্পোরেশেনের মেয়র দায়িত্ব হারালে সেখানে প্রশাসক হিসেবে নিযুক্ত হন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। এরপর থেকেই এই সড়কটি উদ্ধারের দাবি জোরালে হতে থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিছুদিন আগে এই সড়কটি উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানের ক্ষত সারাতে সংস্কার করা হয়। গতকাল বুধবার সিটি কর্পোরেশন থেকে হ্যান্ড মাইকিং দিয়ে জানানো হয় পরের দিন বৃহস্পতিবার (আজ) রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল শুরু করবে। তাই এই রাস্তার মাঝে যেন কোন প্রকার কাঁচাবাজার বসানো না হয় এবং অবৈধভাবে দখলে নেওয়া না হয় সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন