প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র স্থায়ী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। শুক্রবার (৭ মার্চ) দুপুরে বার্ধক্যজনিত কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। শুক্রবার সন্ধ্যায় নগরীর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে (মাসদাইর) তার সৎকার করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান এবং আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।