Logo
Logo
×

নগর জুড়ে

টিটুর সহযোগী তাইজুল এখনো বহাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

টিটুর সহযোগী তাইজুল এখনো বহাল

টিটুর সহযোগী তাইজুল এখনো বহাল

Swapno

  নারায়ণগঞ্জ ক্লাবে আবারো প্রভাব বিস্তার করতে শুরু করেছেন ওসমান পরিবারের অন্যতম দোসর, গডফাদার শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর ব্যবসায়িক পার্টনার তাইজুল ইসলাম। সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়ে ওসমানদের স্বার্থ রক্ষায় নতুন করে মাঠে নেমেছেন তিনি। তার বিরুদ্ধে ক্লাব সদস্যরা ফুঁসে উঠলেও বিএনপির কিছু নেতার কারনে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না কেউ। কারণ তাইজুল জেলা ও মহানগর বিএনপির শীর্ষ কিছু নেতাকে ম্যানেজ করে ক্লাবে আধিপাত্য বিস্তার করে চলেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।



এছাড়াও ওসমান পরিবারের আরেক দোসর, চোরাই সূতা ব্যবসার গডফাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত লিটন সাহার সাথেও তাইজুলের রয়েছে সুসম্পর্ক। লিটন সাহার হুন্ডি ব্যবসা দেখাশোনা ও বিদেশে টাকা পাচারের ক্ষেত্রে প্রধান মাধ্যম হিসেবে কাজ করতেন এই তাইজুল।



অভিযোগ রয়েছে, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের অন্যতম গড ফাদার শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর সাথে সখ্যতা গড়ে নানা অবৈধ ব্যবসায় জড়িয়ে যান তাইজুল। এছাড়াও ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, ওসমান পরিবারের ঘনিষ্ঠ লিটন সাহার হুন্ডি ব্যবসার পার্টনার ছিলেন এই তাইজুল। লিটন সাহাকে ঢাকার বেইলী রোড থেকে গত ১ নভেম্বর গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জুলাইয়ের গণঅভুত্থানে ওসমান পরিবারের সাথে মিলে প্রকাশ্যে আন্দোলনকারীদের হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক মামলা রয়েছে লিটন সাহার বিরুদ্ধে।



নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ ক্লাবের একাধিক সদস্য জানান, স্বৈরাচার সরকারের সময়ে শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু ছিলেন ক্লাবের সভাপতি। তার কারণে তাইজুলের অন্যায়ের প্রতিবাদও কেউ করেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে ওসমান পরিবারের সবাই পালিয়ে গেলেও তাইজুল থেকে যান শহরে। জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতার বন্ধু হওয়ায় তার বিরুদ্ধে বর্তমানেও কেউ মুখ খুলতে পারছে না। তাইজুল অতিতের মতোই ক্লাবে প্রভাব বিস্তার করে যাচ্ছেন। নানা কাজেই নিজেই সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। যানিয়ে ক্ষুব্ধ সাধারণ সদস্য থেকে শুরু করে কমিটির নেতারাও।



তারা আরও জানান, ইয়ার্ন মার্চেন্ট এর গ্রেপ্তারকৃত সভাপতি লিটন সাহার হুন্ডি ব্যবসার প্রকৃত তথ্য জানতে হলে তাইজুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বেড়িয়ে আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন