Logo
Logo
×

নগর জুড়ে

সিসি ক্যামেরায় নিরাপত্তা ঝুঁকি কমল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

সিসি ক্যামেরায় নিরাপত্তা ঝুঁকি কমল

অপরাধীদের আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জের চাষাড়া সহ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার দুপুরে চাষাড়া বিজয়স্তম্ভে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। ছবি: মেহেদী হাসান।

Swapno

চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ দমন এবং সার্বক্ষণিক নাগরিক নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। শহরের চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চাষাঢ়া বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ, ডাক বাংলোর মোড় এবং আর্মি মার্কেট পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনায় নগরবাসীর নিরাপত্তা ঝুঁকি কমল। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণতা বেশি থাকার অভিযোগ করছিল নগরবাসী।



“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চাষাঢ়া বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ, ডাক বাংলোর মোড় এবং আর্মি মার্কেট  পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.সোহেল রানা প্রমুখ।



এ সময় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকাটির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।” তিনি আরও বলেন, “শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”


পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কর্মসূচির আওতায় ইতিমধ্যে শহরের ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।



নগরবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অতিদ্রুত যদি শহরের গ্রিন্ডলেজ ব্যাংকমোড়,গলাচিপা, কালিবাজার, ২নং গেট, ১নং গেট, মেট্রোসিনেমা, উকিলপাড়া, নয়ামাটি, ১নং রেলগেট, জিমখানা, নিতাইগঞ্জ, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, মন্ডলপাড়া, জিমখানা, নিতাইগঞ্জ এলাকাতেও সিটি ক্যামেরা বসানো যায় তখন অপরাধীদের জন্য শহরের এসব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অপরাধ করে পার পাওয়া দুরুহ হয়ে পড়বে। তাছাড়া যানজট নিরসনেও ব্যাপক ভূমিকা রাখা সম্ভবপর হবে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বিত যৌথ উদ্যোগেই নারায়ণগঞ্জকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে পরিণত করা সম্ভবপর হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন