গাজায় বর্বরতার বিরুদ্ধে উত্তাল না.গঞ্জ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বিশ্বব্যাপী ‘ নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় ইজরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিকী চিত্র তুলে ধরা হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছবিটি তুলেছেন মেহেদী হাসান।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা-উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ ফিলিস্তিনির স্বাধীনতার দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও শহর ও প্রতিটি উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ৫ এপ্রিল প্রথম এই কর্মসূচি ঘোষণা করা হয় ‘ট্রান্সলেটিং ফালাস্তিন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। পরে দিনের ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলবিরোধী এসব বিক্ষোভে অংশ নেয়। গতকাল জেলা শহর এবং উপজেলায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন বাম সংগঠন। এ ছাড়া এদিন গাজাবাসীর ডাকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (৭ এপ্রিল) সকাল দশটার দিকে ছোট ছোট মিছিল নিয়ে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন লোকজন। পরে তারা সড়কে নেমে আসেন।
কয়েকশ’ মানুষ বিজয় স্তম্ভের সামনের সড়কে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভকারী লোকজন সড়কে ছিলেন। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ।
বিক্ষোভরত লোকজন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের দাবি জানান। তারা বলেন, “ইসরায়েলি বাহিনী ঘুমন্ত শিশুদের ওপর নির্বিচারে বোমা মেরে হত্যা করছে। অবৈধ দখলদার ইসরায়েল শুরু থেকে মানবাধিকার লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বনেতারা যারা মানবতার কথা বলেন, তারা ফিলিস্তিনে হামলার ঘটনাগুলোতে চোখ বন্ধ করে রাখেন। আমরা তাদেরও ধিক্কার জানাই।” ফিলিস্তিনে টানা হামলার ঘটনায় ‘জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে আন্দোলনকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এছাড়া, ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পক্ষে সংহতি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে, সোনারগাঁয়ে ফজলুল হক উইমেন্স কলেজে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়া ফিলিস্তিনের জনগণের জন্য নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ প্রমুখ। বৈশাখ আয়োজনের প্রস্তুতি সভায় এই দোয়ার আয়োজন করা হয়।