Logo
Logo
×

নগর জুড়ে

বিএনপির লোকজন শামীম ওসমানের লোকদের নিরাপত্তা দিচ্ছে : রফিউর রাব্বি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

বিএনপির লোকজন শামীম ওসমানের  লোকদের নিরাপত্তা দিচ্ছে : রফিউর রাব্বি

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৫ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোক প্রজ্বালন কর্মসূচি

Swapno

 তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, “আমরা দেখেছি, ত্বকী হত্যার ঘাতক শামীম ওসমান ও তার পরিবার এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এটির দায় সরকারের এবং সরকারের বিভিন্ন বাহিনীর। তারা এই দায় থেকে মুক্ত হতে পারে না, কারণ যদি সরকার, প্রশাসন ও সংস্থার সহযোগিতা না থাকতো, তবে এমনটি সম্ভব হতো না।”  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৫ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।  তিনি আরো বলেন, “আমরা আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, নির্দেশদাতা শামীম ওসমানসহ, যুক্ত করে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যে এই অভিযোগপত্র আদালতে জমা হবে এবং বিচারকার্য শুরু হবে।”



রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন, বিচার বিভাগকে ধ্বংস করেছিলেন, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার সহযোগিতাতেই নারায়ণগঞ্জে ওসমান পরিবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং সেই মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে, যা বর্তমানে বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে। শামীম ওসমান বাহিনীর অনেক সদস্য এখনো নিরাপত্তা পাচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা দেখেছি, শামীম ওসমানের মামা শ্বশুর জালালউদ্দিন, যুবলীগের ফাইজুল এবং এড. মাসুদ তারা সিন্ডিকেট করে কিভাবে মানুষের জায়গা দখল করেছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারা নিরাপদে রয়েছে।” “এছাড়া, নীট কনসার্নের জয়নাল, জাহাঙ্গীরসহ যারা ওসমান পরিবারের ছত্রছায়ায় নারায়ণগঞ্জে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তারাও এখন নিরাপদে রয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।” তিনি বলেন, “ওসমান পরিবারের সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ।” রফিউর রাব্বি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, সরকার এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ওসমান পরিবারের লুটপাটের নানা বিষয় জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে আমরা আশা করি।”



ত্বকীর পিতা রফিউর রাব্বি সমাবেশে বলেন, “শেখ হাসিনা সাড়ে এগারো বছর ত্বকী হত্যার বিচার কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। বর্তমান সরকার পুনরায় বিচার কাজ শুরু করলেও এর মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ঘাতক ওসমান পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গেছেন, এর দায় সরকার এড়াতে পারে না। আমরা আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমানসহ সকল ঘাতকদের বিরুদ্ধে নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশ করার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা তার সরকারের অধীনে বিচার-ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছেন। তার সহযোগিতায় ওসমান পরিবার নারায়ণগঞ্জে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং এটি এখনও বহাল রয়েছে। আজও বিএনপির লোকজন শামীম ওসমানের লোকদের নিরাপত্তা দিচ্ছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করে নিজের ছেলেমেয়েকে চোর ও বাটপার বানাচ্ছে।”



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের কুখ্যাত ওসমান পরিবারকে পালাতে সাহায্যে করলো কারা। জানা গেছে কিছু কিছু বিএনপি নেতা এদের পালাতে সহযোগীতা করেছে এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।



তিনি বলেন, ত্বকী হত্যার বিচার চেয়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বক্তব্যে রেখেছেন উনাদের বক্তব্যে কোথায় গেলে উনারা কি করছেন। তা ছাড়া পট পরিবর্তনের শামীম ওসমান ও অয়ন ওসমান পালিয়ে গেলো কিভাবে তাদের নাম এখনো চার্জশীটে পূর্ণলিখিত হলো না কেন। এদিকে শামীম ওসমান ও তাদের পুরো ওসমান পরিবারকে রক্ষার জন্য সে জিয়াউল হাসান র‌্যাব কারসাজি করে খড়সা চার্জশীট করেছিলো সেখান থেকেই শামীম ও অয়ন ওসমানকে বাদ দেওয়া হয়েছিলো। কিন্তু গত ৫ আগষ্টের পর আমরা আশায় বসে ছিলাম দ্রুত আমরা সেই চার্জশীট পাবো আর আদালতে বিচার শুরু হবে। আজকে ওই রাইফেল ক্লাবের অস্ত্রগুলো উদ্ধার নাই। সেই অস্ত্রগুলো যারা লুট করেছে তাদের ও গ্রেফতার করা হচ্ছে না।



তিনি আরো বলেন, ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার অন্তবর্তীকালীন সরকার গঠিত হলো সেখানে ও কোন একটিভিটিস নাই। আজকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা অনেকটাই লাজুক হয়ে পরেছে। শামীম ওসমান ও অয়ন ওসমানসহ অভযুক্ত করে অতদ্রুত চার্জশীট কোর্টে জমা দিতে হবে। আর যদি নতা না দেওয়া হয় প্রকৃতির যে নিয়ম আমাদের যে আন্দোলন দুটো মিলে এবার আপনাদের এটার জবাবদীহি করতে হবে। আমি প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করছি আপনি দ্রুত ত্বকী হত্যাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিন আর এই হত্যাকাণ্ডটির বিচার সম্পূর্ন করুন।



 নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী, এবং সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন