Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় ম্যাকলিন বাহিনী ফের প্রকাশ্যে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

চাষাঢ়ায় ম্যাকলিন বাহিনী ফের প্রকাশ্যে

চাষাঢ়ায় ম্যাকলিন বাহিনী ফের প্রকাশ্যে

Swapno

চাষাঢ়ায় ফের প্রকাশ্যে অয়ন ওসমানের মাদককারবারী, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ডের অন্যতম হোতা দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিন। অয়ন ওসমানের প্রভাবে উত্তর চাষাড়া এলাকায় মূর্তিমান এক আতঙ্ক হয়ে উঠেছিলেন ম্যাকলিন। তবে আওয়ামীলীগের পতনে তার শেল্টারদাতা অয়ন ওসমান দেশ ত্যাগ করলেও এখনও ম্যাকলিন তার অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার অভিযোগে গত (২০ ফেব্রুয়ারি) রাতে ডেভিল হান্ট অপারেশনে সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার হন। ইদানিং তাকে ফের চাষাঢ়া এলাকায় দেখা যাচ্ছে বেপরোয়া গতিতে তার হোন্ডা বাহিনী দ্বারা এবং কিশোর বাহিনী দ্বারা মাদককারবারী নিরীহ মানুষদের অত্যাচার নির্যাতন ব্লাকমেইলিং করে মুক্তিপন অর্থ আদায় চুরি ছিনতাইয়ে লিপ্ত হতে ।



স্থানীয় সূত্র বলছে, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ম্যাকলিন চাষাড়া এলাকায় অয়ন ওসমানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট সাথে সংঘবদ্ধ হয়ে ছাত্র জনতার উপর হামলা চালান। এছাড়া জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেলের সন্ত্রাসী বাহিনীদের দেশীয় অস্ত্রের যোগানদাতা ছিলেন ম্যাকলিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় বেশকয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন ম্যাকলিন এর আগেও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম সংগঠিত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছিলেন। তবে তার পূর্বের ইতিহাস পর্যালোচনা করলেই মিলে নিরীহ পথচারী তরুণদের আটকিয়ে তার টর্চার সেলে কিশোর গ্যাংদের দ্বারা রাতভর পৈশাচিক নির্যাতন এবং দিন দুপুরে প্রকাশ্যে চুরি ছিনতাই পথচারীদের আটকিয়ে রক্তাক্ত জখম করতেন।


এছাড়া উত্তর চাষাড়া এলাকায় মূর্তিমান এক আতঙ্ক ছিলেন ম্যাকলিন যেকোন সময়ে যেকোন পরিবারে ব্ল্যাকমেইলিং বা ওই এলাকার কোন পরিবারিক ইস্যুকে পুঁজি করে যেকোন একটি পক্ষে জড়িয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এছাড়া তার কিশোর গ্যাং বাহিনী ২৪ ঘন্টা মাদকারবারে ব্যস্ত সময় পার করতেন। তার কিশোর গ্যাং বাহিনীকে বৃহৎ করতে উঠতি বয়সের ছেলেদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন এবং অপরাধ কর্মকান্ডে লিপ্ত করে তার কিশোর গ্যাংয়ের সদস্য করতেন। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার শেল্টার দাতা অয়ন ওসমান দেশত্যাগ করে পালিয়ে গেলেও ম্যাকলিন বহাল তবিয়তে রয়েছেন। তবে স্থানীয়দের অভিমত, নারায়ণগঞ্জ শহরের বিএনপির প্রভাবশালী কোন এক নেতা তার প্রভাবকে শক্তিশালী করতে ম্যাকলিন বাহিনীকে গোপনে শেল্টার দিচ্ছেন। এদিকে তার কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য সাদ্দাম,রোমান,সজল প্রতিনিয়ত আওয়ামীলীগের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উষ্কানীমূলক পোস্ট গুজব ছড়িয়ে যাচ্ছেন। এছাড়া ম্যাকলিন অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছেন এই সাদ্দাম, রোমান, সজল ম্যাকলিনের অবর্তমানে তারাই এই গ্যাংকে পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন