Logo
Logo
×

নগর জুড়ে

এবার জাকির খানের মুক্ত রাজনীতি

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

এবার জাকির খানের মুক্ত রাজনীতি

এবার জাকির খানের মুক্ত রাজনীতি

Swapno

 দীর্ঘ ২২বছর ধরেই বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক জেলা ছাত্রদলের সাবেক  সভাপতি জাকির খানের রাজনীতি পরিচালিত হত কারাগার বা দেশান্তর থেকে কিন্তু সেই বদ্ধ রাজনীতি থেকে মুক্ত রাজনীতিতে ফিরছেন দীর্ঘদিন কারাবরণ শেষে মুক্ত হওয়ার মাধ্যমে। যার কারণে এবার শুরু হতে যাচ্ছে জাকির খান মুক্ত রাজনীতির চ্যাপ্টার। তবে তার মুক্ত রাজনীতি নিয়ে বিএনপি ও সমমনা দলের মধ্যে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ মুক্ত রাজনীতির ফলে বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপিসহ সমমনা দলের রাজনীতিতে প্রভাব পড়তে পারে। যার ফলে জাকির খানের দীর্ঘকাল পরের মুক্ত রাজনীতি নিয়ে চলছে আলোচনা সমালোচনা।



সূত্র মতে, জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যাসহ ৪টি হত্যাসহ মোট ৩৩টি মামলায় খালাস ও জামিনের মাধ্যমে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খান। প্রসঙ্গত, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ মামলার অন্য আসামিরা খালাস পান। পরবর্তীতে আরও তিনটি মামলায় জামিন লাভের মাধ্যমে জাকির খান গতকাল ১৩ এপ্রিল মুক্ত হন।  তবে জাকির খানের মুক্ত হওয়ার দিনক্ষণ প্রকাশ হওয়ার পর থেকেই বিএনপিসহ সমমনা দলগুলোতে আলোচনা সমালোচনা হতে থাকে। কারণ জাকির খানের মুক্ত প্রকাশ্য রাজনীতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সকল স্থানেই তার অবস্থান পরিচিত সমর্থক থাকায় নারায়ণগঞ্জ জেলা ও  মহানগর বিএনপির বর্তমান মোড়লদের রাজনীতিতে প্রভাব পড়তে পারে যেটা নিয়ে শঙ্কায় রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির অধিকাংশ নেতারা।


এছাড়া বিএনপির সমমনা দলগুলোতে জাকির খানের অতীত কর্মকান্ড এবং মামলাগুলো তার মুক্ত রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা চলমান রয়েছে। কারণ জাকির খানের মুক্তির খবরে সকাল থেকে তাঁর অনুসারীরা মোটরসাইকলে ও প্রাইভেট কারের বহর নিয়ে জেলা কারাগারের সামনে অবস্থান নেন। নেতাকর্মীরা ট্রাকে সাউন্ড বক্স লাগিয়ে মোটরসাইকেলের বহর বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে বের হন জাকির খান। এ সময় তাঁর অনুসারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে গাড়িতে চড়ে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে নেতাকর্মীতের সংবর্ধনায় দেওভোগের বাড়ির উদ্দেশে রওনা হন। এসময় তাঁকে বৃহৎ সংবর্ধনা এবং সংবর্ধনার সময় তিনি বক্তব্যও রাখেন। বক্তব্যে বলেন, আমরা রাজনৈতিকভাবে শেখ হাসিনার সরকারের মাধ্যমে যেভাবে হেয়প্রতিপন্ন হয়েছি, আগামী প্রজন্ম যেন এই পরিস্থিতির শিকার না হয়, সে জন্য সর্বোচ্চ ভূমিকা রাখব। প্রশাসনকে সহযোগিতা করে নতুন একটি মানবিক প্রশাসনের ভিত্তি গড়ে তুলব। এছাড়া ৩১দফা বাস্তবায়নে অঙ্গিকার করেন। জাকির খানের মুক্ত হওয়া পর এসকল কিছুর পর থেকেই বিএনপি না মুখলেও বিএনপির সমমনা দলগুলো জাকির খানের মুক্ত রাজনীতি এবং অতীত কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন