Logo
Logo
×

নগর জুড়ে

না.গঞ্জে ২১ শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জে ২১ শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২১ শহীদের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

Swapno

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২১ শহীদের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। 

বুধবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: জাহিদুল ইসলাম মিঞা। এসময় শহীদ পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুদান প্রাপ্তরা হলেন- মোঃ হান্নানের (২৫) পিতা মোঃ জাকির হোসেন, মোঃ জনির (১৭) পিতা মোঃ ইয়াসিন, ইমরান হাসানের (১৯) পিতা মোঃ ছালেহ আহমেদ, ইব্রাহিমের (১৩) মাতা আয়েশা, মোঃ আদিলের (১৫) পিতা আবুল কালাম, ইরফান ভূঁইয়ার (২৩) পিতা আমিনুল ইসলাম ভূঁইয়া, মোঃ তুহিনের (৩৬) স্ত্রী আলেয়া আক্তার মীম, পারভেজ হাওলাদারের (২৫) মাতা হাদিয়া বেগম, মোঃ মাদবর হুসাইনের (২৫) পিতা মোঃ আবদুল হাই, রিয়া গোপের (০৬) পিতা দীপক কুমার গোপ, আহসান কবিরের (৩৪) পিতা হুমায়ুন কবির, ছলেমানের (২১) মাতা রোকসানা, বিল্লালের (২০) মাতা তাছলিমা বেগম, মোঃ সজল মিয়ার (২০) মাতা রুনা বেগম, আরমান মোল্লার (৩৬) মাতা জোবেদা বেগম, শফিকুলের (২০) স্ত্রী তাছলিমা, মোঃ মোহসীনের (৬৩) স্ত্রী ফাতেমা বেগম, মাহমুদুর রহমান খান সোহেলের (৪৫) স্ত্রী মরিয়ম খানম, ফারহানুল ইসলাম ভূঁইয়ার পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া, সাইফুল হাসানের স্ত্রী হাওয়াতুন নেসা, মোঃ রোমানের পিতা আনোয়ার হোসেন। এসময় ভবিষ্যতে শহীদ পরিবারদেরকে যেকোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ডিসি।

এদিকে শহীদের ছবি সম্বলিত নামফলকের স্মৃতিস্তম্ভ, মামলা পরিচালনা সহযোগিতা ও শহীদদের কবর চিহ্নকরন দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি তরিকুল সুজন। এসময় শহীদদের মামলার আসামি শামীম ওসমান, সেলিম ওসমান, ডা. সেলিনা হায়াত আইভীর গ্রেপ্তার দাবি করেন আবু আল ইউসুফ খান টিপু।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন