Logo
Logo
×

স্বদেশ

মারা গেছেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

মারা গেছেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (বায়ে) এবং সদ্য প্রয়াত বাবুল কাজী (ডানে)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




বাবুল কাজীর বাবা আবৃত্তিকার কাজী সব্যসাচী আর মা উমা কাজী। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন বাবুল কাজী। তার বড় দুই বোন হলেন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে দেশে নিয়ে আসা হলে পরিবারের সদস্যদের নিয়ে এপারে চলে আসেন কাজী সব্যসাচী। তার পরিবারের সদস্যরা সবাই বাংলাদেশের নাগরিক।




পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরায় নিজের বাসার বাথরুমে সিগারেট ধরাতে গেলে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন বাবুল কাজী। তার পুরো মাথা, মুখ ও শরীর দগ্ধ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল, শ্বাসনালীও পুড়ে যায়। তাকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয়, তিনি ভেন্টিলেশনে ছিলেন। রোববার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন