দুই দিনে ৭ লাশ উদ্ধারে উদ্বিগ্ন নগরবাসী

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

খুন ধর্ষণের ঘটনায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় নগরবাসী। দলমত নির্বিশেষে নগরীর প্রায় সব মানুষই এই ভয়াবহ অবক্ষয় ও এর পাশবিকতার বিস্তার নিয়ে শঙ্কিত-সংক্ষুব্ধ। সচেতন মহল মনে করেন বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারনে এই সকল অপরাধ বেড়েছে। সম্প্রতি শিশু, নারী ও বৃদ্ধের লাশ উদ্ধারে বিস্মিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জবাসী। গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজিতে স্ত্রী ও শিশু সন্তান সহ তিনজনকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লামিয়ার স্বামী ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরো তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অপর দুই আসামি হলেন ইয়াছিনেন বাবা দুলাল মিয়া ও ছোট বোন শিমু। মামলার সুত্রমতে, ইয়াসিন মূলত মাদকাসক্ত। বিয়ের পর থেকে স্ত্রী-সন্তানের কোনো ভরণপোষণ দিতেন না তিনি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ও মারামারি হতো বলে এজাহারে উল্লখ করা হয়। এ কারণে লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪) ও বড় বোন স্বপ্নাকে (৩৫) নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত লামিয়া সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মুজিব ফ্যাশন গার্মেন্টস এ হেলপার হিসাবে চাকরি। ইয়াসিন প্রায় সময় সেই বাড়িতে গিয়ে লামিয়ার কাছে টাকা দাবি করত। দাবিকৃত টাকা না দিলে ইয়াসিন শারীরিক নির্যাতনসহ খুন করারও হুমকি দিতেন স্বামী ইয়াসিন। এ যেন তারই প্রতিফলন ঘটেছে বলে দাবী ভুক্তভোগি পরিবারের।
অন্যদিকে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপ শহরের প্লট থেকে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাণ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি খালি প্লটের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে।
রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) লিয়াকত আলী জানান, সকালে ওই এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠে ঝোপের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত মেঘনা সংলগ্ন ঝাউচর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গত ১২ এপ্রিল রূপগঞ্জে নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ পুলিশ। এদিন সকালে উপজেলার দাউদপুরের খৈসাইর এলাকার একটি পরিত্যাক্ত ভিটি থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুরটির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, নবজাতক শিশুটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ধারনা করা হচ্ছে মরহেদ অন্য স্থান থেকে ঘাতকেরা ফেলে রেখে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একই দিন নারায়ণগঞ্জ রূপগঞ্জে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে তিন দিন আগে ‘আত্মহত্যা’ করেন মিতা খাতুন আত্মহত্যা করেছেন। রাজশাহীর বাগমারায় প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করেন শাকিল হোসেন ও মিতা খাতুন।
শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, পরকীয়া সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরে মিতাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেন শাকিল। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের 'মারধরের ভয়ে' স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে না গিয়ে বাগমারা থানায় যান শাকিল। পরে তাকে হেফাজতে নিয়ে লাশ শ্বশুরবাড়ির লোকজনের কাছে হস্তান্তর করে পুলিশ
সম্প্রতি সময়ে নগরী সহ আশ পাশের এলাকাগুলোতে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েছে। এমনকি ছোট ছোট কারণে খুনের ঘটনা পর্যন্ত ঘটছে। তার সাথে পাল্লা দিয়ে ধর্ষণের ঘটনা বেরেই চলছে। পুলিশ প্রশাসনের তথ্যমতে গত ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জে ৭টি ধর্ষণের ঘটনা ঘটলেও তার মাঝে সবকটি ঘটনা জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। এই সকল নানা অপরাধ থেকে নিস্তার পেতে সমাজ তথা পরিবারের অভিভাবকদের সতর্ক হতে হবে। সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।