Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র মামলায় জাকির খানের জামিন বহাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৪, ০১:৫৭ পিএম

অস্ত্র মামলায় জাকির খানের জামিন বহাল

নারায়ণগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে (৪৯) অস্ত্র মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জাকির খানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন।

গত বছরের ১৫ জুন হাইকোর্ট নারায়ণগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে (৪৯) অস্ত্র মামলায় জামিন দেন। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নারায়ণগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির খানকে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

র‍্যাব জানায়, পরিচয় গোপন করে সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন জাকির।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন