Logo
Logo
×

আদালতপাড়া

না.গঞ্জের সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

না.গঞ্জের সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে র‌্যাব ১১’র  গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা ও বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলেপকে রিমান্ডে চাইবে পুলিশ। এরআগে, গত মঙ্গলবার বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায়।


 
জানা গেছে, আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখাতে সরকারের অনুমতি চাওয়া হয়। অনুমতি মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


 
৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন