Logo
Logo
×

আদালতপাড়া

ছাত্রদলের নেতা পাভেল হত্যায় যুবক আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ছাত্রদলের নেতা পাভেল হত্যায় যুবক আটক

পাভেল হত্যা মামলায় আটক যুবক

রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যা মামলায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মামলার ৯নং আসামী। শনিবার (৪ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার থানার ধামতী এলাকায় হতে আসামীকে আটক করতে সক্ষম হয় বলে জানায় র‌্যাব। আটককৃত যুবকের নাম জাকির হোসেন (৩২)। সে রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার আতাউর’র ছেলে। র‌্যাব-১১ সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. শামসুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মো. পাভেল মিয়া (৩০) রূপগঞ্জের কাঞ্চন পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক।



অপরদিকে কাঞ্চন পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন (৪০) এবং বায়েজিদ (৪৪) কাঞ্চন পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।  গত ৩ আগস্ট তারিখে কাঞ্চন পৌরসভার শ্রমিক দলের সদস্য সচিব মোবারক এর ছেলে সিফাত (১৮) ও কাঞ্চন চিনতলা গ্রামের ইউসুফ এর ছেলে ইখন (২০)’র সাথে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ চন্দ্র সূত্রধর এর ছোট ভাই জয় চন্দ্র সূত্রধর (১৮) ও আকাশ চন্দ্র সূত্রধর (১৮) টাকা নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়।



এরই প্রেক্ষিতে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। তখন থেকে সিফাত ও ইখনরা, জয় চন্দ্র সূত্রধর ও আকাশ চন্দ্র সূত্রধরকে খোঁজ করতে থাকে। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৬ টায় সিফাত ও ইখন কাঞ্চন গালর্স স্কুলের সামনে রাস্তায় জয় ও আকাশকে পেলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ঐ সময় কাঞ্চন পৌর শাখার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শিমুল এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে জয় ও আকাশদ্বয় কাঞ্চন পৌর শাখার ৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক বায়েজিদ, মো. জাহাঙ্গীর, আ. হেকিম ও শুভ চন্দ্র সূত্রধরদের কাছে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে উত্তেজিত করে।



 
র‌্যাব আরও জানায়, ২৪ ডিসেম্বর রাত অনুমান ৮টায় শিমুল করাটিয়া গ্রাম হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে রাত অনুমান  পৌনে ৮টায়  কাঞ্চন এলাকায় বায়েজিদ এর বাড়ীর সামনে রাস্তায় পৌঁছিলে বায়েজিদ, মো. জাহাঙ্গীর, আ. হেকিম ও শুভ চন্দ্র সূত্রধরগণ শিমুলকে রাস্তায় আটকিয়ে মারধর করে শিমুলকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এরপর শিমুল ঘটনার বিষয়টি আমিনুল ইসলাম স্বপনকে জানালে তিনি বায়েজিদকে ফোন করে ঘটনার বিষয় জিজ্ঞাসা করলে বায়েজিতসহ তার সহযোগীরা উত্তেজিত হয়ে আমিনুল ইসলাম স্বপনকে গালিগালাজ করে। এই নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়।



 
র‌্যাব আরও জানায়, ঐ দিন রাত অনুমান সাড়ে ৯ টায় পাভেল মিয়া কাঞ্চন পৌরসভা সংলগ্ন কাঞ্চন চন্ডিতলা, চিনতলা নামকস্থানে' হিন্দু সম্প্রদায়ের কীর্তনগানের অনুষ্ঠান দেখতে যায়। পূর্ব আক্রোশ ও শত্রুতার জের ধরে বায়েজিদ (৪৪) সহ ১৫/২০ জন জোটবদ্ধ হয়ে ধারালো ছেনদা, ষ্টীলের এসএস পাইপ, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত অনুমান ৯টা ৫৫ মিনিটে কাঞ্চন পৌরসভা সংলগ্ন চন্ডিতলা (চিনতলা) নামকস্থানে কীর্তনগানের অনুষ্ঠানের পাশে কাঞ্চন পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনকে মারার জন্য খুঁজতে থাকে। তখন পাভেল মিয়া তাদেরকে বাধা নিষেধ প্রদান করলে সকল আসামীরা পরস্পর যোগসাজসে খুন করার উদ্দেশ্যে পাভেল মিয়াকে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে নৃংশভাবে খুন করে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে সংবাদ পেয়ে নিহত ভিকটিমের ভাই রাশেদুল ইসলাম রাসেল (৩৫) সহ অন্যান্য আত্মীয়- স্বজন ঘটনাস্থলে আসিয়া পাভেল মিয়াকে উদ্ধার করে কাঞ্চন দাইমুদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত বলে ঘোষণা করেন।
 



এঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বায়েজিদকে প্রধান আসামী করে ১৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় হত্যা মামলার এজাহারনামীয় ৯নং আসামী জাকির হোসেন (৩২)কে কুমিল্লা থেকে আটক করা হয়।  আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন