Logo
Logo
×

আদালতপাড়া

সন্ত্রাসী চুন্নুর প্রধান সহযোগী মোজাফফর দুই দিনের রিমান্ডে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সন্ত্রাসী চুন্নুর প্রধান সহযোগী মোজাফফর দুই দিনের রিমান্ডে
Swapno

ফতুল্লার লামাপাড়া-নয়ামাটি এলাকার  দুর্র্ধষ আওয়ামী সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুর প্রধান সহযোগী মোজাফফরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সৃষ্ট একটি হত্যা মামলায় তাকে  ২২ ফেব্রুয়ারি  গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। গ্রেফতারের পর এই মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকে আসামি স্থানান্তর করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল সন্ত্রাসী মোজাফফরকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে সিআইডি।এ ঘটনায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল এই তথ্য নিশ্চিত করেছেন।


উল্লেখ্য যে, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যা চুন্নু করেনি বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে। শামীম ওসমানের প্রধান ক্যাডার শাহ নিজামের নাম ভাঙিয়ে স্থানীয়ভাবে দাবড়ে বেড়াতো এই সন্ত্রাসী। বিগত সময়ে বহুবার দেশী-বিদেশী অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে।


৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান ওসমান পরিবারের সকলে। সেই ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় পরিপূর্ণ নয়মাটি-লামাপাড়াবাসীর কাছে এক ‘মুর্তমান আতঙ্ক’ চুন্নুও চলে যায় আত্মগোপনে। তবে, অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে থাকেন দুর্র্ধষ এই মোজাফফর।তবে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সময়ে আওয়ামী সন্ত্রাসী চুন্নুর প্রধান সহযোগী মোজাফফরকে গ্রেফতারের ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে লামাপাড়া নয়ামাটিবাসী। তাদের দাবি, রিমান্ডে নিয়ে মোজাফফরকে কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করলেই চুন্নুর অপরাধ সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়াও চুন্নুকেও গ্রেফতার করা সম্ভব হবে।তারা মোজাফফরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন