Logo
Logo
×

আদালতপাড়া

না.গঞ্জ জেলা আইনজীবী ফোরামের নবগঠিত বার ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জ জেলা আইনজীবী ফোরামের নবগঠিত বার ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার নব-গঠিত বার ইউনিটের আহবায়ক কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ।

Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিট এর ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল ও সভাপতি সিনিয়র আইনজীবী এড.জয়নুল আবেদীন এর স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও অত্র কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয় এবং কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়।



নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের  নব-গঠিত ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন সিনিয়র আইনজীবী এড.জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এড.বেনজীর আহমেদ, যুগ্ম আহবায়ক এড.জহিরুল হক, যুগ্ম আহবায়ক এড.মেহেবুব আরেফিন শিমু, যুগ্ম আহবায়ক এড.কায়সার আলম চৌধুরী টুটুল, যুগ্ম আহবায়ক আসমা বিথি, যুগ্ম আহবায়ক এড.শামছুন নূর বাঁধন, সদস্য সচিব এড.কাজী আব্দুল গাফফার।



এসময় নব-গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের আহবায়ক কমিটির সকল সদস্যকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও আইনজীবী সমিতির সভাপতি এড.সরকার হুমায়ুন কবির সহ বারের সকল আইনজীবী বৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন