Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ব্যানারে নেতার নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ব্যানারে নেতার নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০


আড়াইহাজারে ব্যানারে নেতার নাম না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। রোববার বিকাল তিনটার দিকে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকায় পাঠানো হয়েছে।

 


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সোমবার। এ উপলক্ষে রোববার সকাল থেকে ফাইনাল খেলার অনুষ্ঠানের মঞ্চ তৈরি শুরু হয়। এতে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে।

 

 

দুপুরের দিকে মঞ্চে ব্যানার টানানো হলে ব্যনারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে ফেলেন। এ খবর মাসুম শিকারী অনুসারীদের মধ্যে পৌছালে বিকাল তিনটার দিকে  আমির হোসেনের বাড়িতে হামলা করে।

 

 

এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। সংঘর্ষে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০), কাউসার  মিয়া সহ (২৬) অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর জখম হওয়ায় মাসুদ মিয়া ও সাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 


এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।      এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন