মাস পেরুলেও পরিবর্তন নেই পলিথিন ব্যবহারে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ বলে ঘোষনা করেন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই। নিষেধাজ্ঞা দেওয়া এই নিয়ম অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে নির্দেশও দেওয়া হয়। অথচ মাস পেরুলেও সরকারের অভিযানেও ব্যবহার বন্ধ হচ্ছে না পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ এ পলিথিন।
নগরীর কাঁচাবাজার থেকে শুরু করে মহল্লার ছোট ছোট বাজার ও দোকানেও অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। জানা যায়, এ অভিযান পরিচালনা কালীন জেলার বিভিন্ন বাজারে ছোট-বড় দোকান পলিথিন জব্দ করা হয় এবং দোকান মালিকদের জরিমানাও করা হয়।
পলিথিনের বিকল্প ব্যবস্থা না থাকায় অপ্রীতিকর অবস্থা পড়ছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা। সাধারণ মানুষের ভাষ্যমতে, দুই-একদিনের অভিযানে বাজারে কোন পরিবর্তন হয় না। ম্যাজিস্ট্রেট অভিযানে আসলে দোকানিরা পলিথিন সরিয়ে রাখেন। তিনি চলে গেলে সেই আবার আগের অবস্থা হয়ে যায় বাজারের। যারা পলিথিন উৎপাদন করে সেই দিকে সরকারকে কাজ করতে হবে। পলিথিনের বিকল্পও বাজারে নিয়ে আসতে হবে।
বিক্রেতা ও ক্রেতারা বলছেন, অনেক বছর ধরে আমরা পলিথিন ব্যবহার করে আসছি। যেখানেই যেই পন্যই কিনি না কেন আমাদেরকে দোকানদাররাও পলিথিন ব্যাগে করে দেয় আর আমরাও তাই ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এখন হুট করে যদি কোনো বিকল্প ব্যবস্থা না রেখে বলে পলিথিন ব্যবহার বন্ধ তাহলে কী হয় নাকি।
জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বলেন, পলিথিন বন্ধে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান, জনসচেতনতা বৃদ্ধিতে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। জনসাধারণকে আরও সচেতন হতে হবে। আগের চাইতে পাটের ব্যাগ কিছুটা সহজলভ্য হয়েছে। বাজার করতে সকলেই এটি সংগ্রহ করে রাখতে পারেন। পলিথিন ব্যবহারে সবাই অভ্যস্ত হয়ে আছেন, এ মনোভাব থেকে সড়ে আসতে হবে। এন. হুসেইন রনী /জেসি