Logo
Logo
×

বিচিত্র সংবাদ

প্রশাসনের হস্তক্ষেপে লেংটা মেলা নিয়ে দুই পক্ষের কার্যক্রম স্থগিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

প্রশাসনের হস্তক্ষেপে লেংটা মেলা নিয়ে দুই পক্ষের কার্যক্রম স্থগিত

 

সকল জল্পনা কল্পনা শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের শাহ সোলেনমান লেংটার মেলার করা নিয়ে ওরশ কমিটি ও তৌহিদী জনতার দুই পক্ষের উত্তেজনার অবসান ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের মাঝে সমঝোতার মাধ্যমে শান্তি বজা রাখার আহ্বান করা হয়েছে। লেংটার মেলার ওরশ কমিটি এবং তৌহিদী জনতার আলোচনার প্রেক্ষিতে ৮ ডিসেম্বর দুপুর থেকে রাদ সাড়ে ৮ টা পর্যন্ত সোলেমান লেংটা ও কবরবাসির রুহের মাগফেরত কামনার্থে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

পরবর্তিতে রাত ৯ টা থেকে কোন মাইকের সাউন্ড ব্যতিত গানবাজনা ছাড়া ওরশ কমিটি তাদের কার্যক্রম চালাবে। ৯ ডিসেম্বর এখানে কেউ কোন ধরনের কার্যক্রম চালাতে পারবে না। উভয় পক্ষকে কার্যক্রম সমাপ্তি করতে হবে। এদিকে এর আগে ৩০ নভেম্বর থেকে তৌহিদী জনতা রাধানগর লেংটার মেলার নামে মাদক সেবন ক্রয় বিক্রয়, জুয়ার আসর সহ গানবাজনার নামে অশ্লীলতা বন্ধের দাবী জানিয়ে টানা কর্মসুচি পালন করে আসছেন।

 

 

এমনকি তা বন্ধের দাবীতে গত ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুময়া শেষে আলীরটেক বক্তাবলী পরগনার ৫২ টি গ্রামে মানববন্ধন করা হয়। তাছাড়া একই এলাকায় ৫০ গজ দুরত্বের ব্যবধানে লেংটার মেলা আবার ইসলামী মহা সম্মেলন আয়োজন হওয়া বিশৃঙ্খলা তৈরী হতে পারে, তাই সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুই পক্ষকে একদিনের জন্য কার্যক্রম চালাতে অনুমোদন দেয়া হয়।

 


খোঁজ নিয়ে জানা যায়, সোলেমান লেংটার ১৯৬তম বাৎসরিক ওরশ উপলক্ষে  ৭ দিনের মেলার আয়োজন করে ওরশ কমিটি। একই সাথে ৭দিন ব্যাপি সোলেমান লেংটা ও সকল কবরবাসির জন্য দোয়ার আয়োজন করে ইসমাী মহা সম্মেলনের আয়োজন করে তৌহিদী জনতা। মাত্র ৫০ গজ দুরত্বে একই জায়গায় দুই পক্ষের কার্যক্রম চালানো নিয়ে বিশৃঙ্খলা এড়াতে ৮ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর সহকারি ভুমি কমিশনার লাইলাতুল হোসেন এবং ফতুল্লা সহকারি ভুমি কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুই পক্ষের মাঝে শান্তি বজায় রাখার আহবান জানানো হয়।

 


এসময় সদর  এসিল্যান্ড লাইলাতুল হোসেন বলেন, এখানে দুপুর থেকে এশা পর্যন্ত তৌহিদী জনতার ব্যনারে ইসলামী মহা সম্মেলন হবে। পরবর্তিতে র্লেংটার মেলার ওরশ কমিটি তাদের কার্যক্রম চালাবে। কিন্তু ৯ ডিসেম্বর দুই পক্ষের কার্যক্রম সমাপ্তি হবে। কেউ কোন ধরনের কার্যক্রম চালাতে পারবে না। এই সিদ্ধান্ত দুই পক্ষের মাঝে আলোচনার মাধ্যমে গৃহিত হয়।

 


এসময় সোলেমান লেংটার ওরশ কমিটির উপস্থিত ছিলেন, কালাই মাদবর, আমজাদ হোসেন,আলী মিয়া। তৌহিদী জনতার পক্ষে উপস্থিত ছিলেন, আলীরটেক মাদরাসার মুহতামিম আতাউল হক সরকার, মুফতি হাবিবুর রহমান, মাওলানা সাইদ সরকার সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন