Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ফেব্রুয়ারিতে জমজমাট ফুলের ব্যবসা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ফেব্রুয়ারিতে জমজমাট ফুলের ব্যবসা

ফেব্রুয়ারিতে জমজমাট ফুলের ব্যবসা

বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে,শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।’ সকালের দখিনা হাওয়া জানান দিচ্ছে, ঝতুরাজ বসন্তের আগমন বার্তা। বসন্তকে ঘিরে শুরু হয় উৎসবের জোয়ার। ফেব্রুয়ারির নানা উৎসবকে ঘিরে ফুলের সাজে সেজে ওঠেছে নগরীর দোকানগুলো। শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আর মাত্র কিছুদিন বাকি। এসময় ফুলের ব্যবসাগুলো হয়ে ওঠেছে রমরমা। সারাদেশে ফুল বিক্রির হার অন্যান্য দিনের তুলনায় এ সময় দ্বিগুণ বেড়ে যায়। দোকান গুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।



পহেলা ফাল্গুন , বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস এই তিনটি বড় উৎসব মাত্র এক সপ্তাহের ব্যবধানে হওয়ায় ফুল ব্যবসায়ীরা বিশাল প্রস্তুতি নিয়ে থাকেন। নগরীর আনাচে কানাচে ভ্রাম্যমাণ ফুলের দোকানগুলোতে দেখা যায় আগের তুলনায় ফুলের দাম বেশ বেড়েছে। প্রতি পিছ গোলাপ ফুল ১০-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০-১০০ টাকার মধ্যে এবং অন্যান্য হলুদ, সাদা ও হালকা গোলাপি রঙের গোলাপ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। জারবেলা ফুলের প্রতি স্টিক বিক্রি হচ্ছে ৩০টাকায়। তাছাড়া গ্লাডিওলাস ৩০ টাকা ও সূর্যমুখী বিক্রি হচ্ছে ২০ টাকা করে। অর্কিড প্রতি পিছ বিক্রি হচ্ছে  ৩০-৪০ টাকায়, গ্রিন হাউস ফুল প্রতি পিছ বিক্রি হচ্ছে ৩০ টাকায় ও চায়না জিপস প্রতি স্টিক বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তাছাড়া গাঁদা ফুলের মালা ও রজনীগন্ধা ফুলের মালা বিক্রি হচ্ছে ৮০ ও ১০০ টাকা দরে, মাম ফুলের মালা ৩০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের গোলাপ দিয়ে তৈরি তোড়া বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়, মাঝারি আকারের গোলাপের তোড়া ৮০০ টাকায় এবং ছোট আকারের গোলাপের তোড়া ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া বড় আকারের বিভিন্ন ফুল দিয়ে তৈরি তোড়া বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকার মধ্যে। মাঝারি এবং ছোট ফুলের তোড়া বিক্রি হচ্ছে ৮০০ ও ৫০০ টাকা দরে।
কালিরবাজারের একজন ফুল বিক্রেতা শ্যামল চন্দ্র বলেন,এই সময়ে ফুলের চাহিদা বেশি থাকায় আগের তুলনায় দাম বেড়েছে কিছুটা। প্রতি পিছ গোলাপ বিক্রি করছি ৪০-৫০ টাকায়। জারবেলা ফুলের প্রতি স্টিক বিক্রি করছি ৩০ টাকা দরে। তাছাড়া এখানে ফুলের তোড়া বিক্রি করছি ১০০০-১৫০০ টাকায়। বলা যায় এই বছর আগের তুলনায় বিক্রির হার মোটামুটি বেড়েছে।



চাষাড়া আরেক ফুল বিক্রেতা গোলাপ ফুলের একটি তোড়া তৈরি করতে করতে বলেন, এই সময়টা আমাদের জন্য ফুল ব্যবসায়ীদের অন্যতম সময়। এই সময়টাতে আমাদের নির্দিষ্ট কিছু টার্গেট থাকে। সরেজমিনে দেখা যায় তার দোকানে হরেক রকমের ফুলের সমারোহ। তার মধ্যে রয়েছে গোলাপ, জারবেলা, গ্লাডিওলাস, গাঁদা, রজনীগন্ধা এবং চায়না জিবস, তাছাড়া বেশ কিছু কৃত্রিম ফুলও দোকানটিতে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন