পঞ্চবটি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ পিএম
পঞ্চবটি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেসা এর নেতৃত্বে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীরা শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা সহ তার সপরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয়।
জানা যায়, গতকাল বুধবার সকালে ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়ন পঞ্চবটি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেসা এর নেতৃত্বে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় শেখ রাসেল সহ তার সপরিবারের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। তৎক্ষণাৎ উক্ত অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন মোহাম্মদ মোস্তফা রায়হান, সিরাজুল ইসলাম, সিরাজ উদ্দিন ভূইয়া, আবুল কালাম আজাদ, আল জামিন, আমিনুল ইসলাম, আফরোজা পারভিন, শিল্পী আক্তার প্রমুখ। তবে এ বিষয়ে আরো জানা যায়, উক্ত শেখ রাসেল দিবসের দেয়ালিকা প্রস্তুত করেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালযের সুযোগ্য শিক্ষার্থীরা। এন. হুসেইন রনী / জেসি