Logo
Logo
×

শিক্ষা

আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ‘২৫ এর পরীক্ষা

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ‘২৫ এর পরীক্ষা

আগামী  বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গত ১২ ডিসেম্বর বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে। গত কয়েকবছর ধরে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছিল পুনর্বিন্যাস করা সিলেবাসে। তবে জানা গেছে এবারের ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

 

দেখা যায় বিগত ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল এপ্রিল এর ৩০ তারিখ। এরপর চলতি বছর এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে, পরীক্ষা হয় ১৫ ফেব্রুয়ারি। কিন্তু আগামী বছর ২০২৫ এ তা আবার পিছিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়ে গেছে। ১১ ডিসেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

 


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরিক্ষা। রুটিন অনুযায়ী পরীক্ষাটি চলবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এদিকে ১০ মে হতে ১৮ মে এর মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন