Logo
Logo
×

শিক্ষা

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

সারাদেশে এবার ২০২৫ এর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী (১০ এপ্রিল) বৃহস্পতিবার।

Swapno

সারাদেশে এবার ২০২৫ এর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী (১০ এপ্রিল) বৃহস্পতিবার। আর মাত্র ১ দিন বাকি পরীক্ষার। ১৩ মে পর্যন্ত চলবে পরীক্ষা। তবে এ সময়ের মধ্যে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরু হবে বাংলা ১ম পত্র দিয়ে। এদিকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গত ৮ এপ্রিল বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্ময় কমিটি।


প্রশ্নফাঁস, গুজব, নকল অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।


মাউশির ১৯ মার্চের স্মারকপত্রে বলা হয়, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাউশির অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রয়োজনীয় নির্দেশনার জন্য অনুরোধ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন