Logo
Logo
×

বিনোদন

লোকজ ও কারুশিল্প মেলা শুরু ২২ ফেব্রুয়ারি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম

লোকজ ও কারুশিল্প মেলা শুরু ২২ ফেব্রুয়ারি

 আগামী ২২ ফেব্রুয়ারী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁও জাদুঘরে) মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাদুঘর কর্তৃপক্ষ। আজ সংস্কৃতি মন্ত্রনালয়ের এক মিটিংয়ে এ সিদ্বান্ত নেয়া হয়েছে।

 

ফলে গত জানুয়ারী মাসের মেলা এক মাস পিছিয়ে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সাময়িক ভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা স্থগিত করা হয়েছিল।কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে ফের মেলা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গত ২২ জানুয়ারী তারিখে মাসব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল।

 

কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মেলা স্থগিত করা হয়েছিল। মেলা উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেও মেলা অনুষ্ঠিত করতে পারেনি। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে আগামী ২২শে ফেব্রুয়ারী থেকে মাসব্যাপী ফের লোকজ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন