Logo
Logo
×

বিনোদন

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর ট্রেলারে বুঁদ নেট দুনিয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর ট্রেলারে বুঁদ নেট দুনিয়া

 

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর, প্রকাশ্যে এসেছে সাই-ফাই অ্যাকশন ফিল্ম “অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার” এর অফিশিয়াল ট্রেলার।চলতি বছরের বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত বহুল আলোচিত 'অ্যাভাটার' সিনেমার সিক্যুয়েল। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সিরিজের প্রথম পর্বের ঘটনার দশ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'দ্য ওয়ে অব ওয়াটার'।

 

 

প্রায় আড়াই মিনিটের ট্রেলারে প্যান্ডোরার অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ ও ভিএফএক্সে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন পরিচালক জেমস ক্যামেরন। ইতোমধ্যে ট্রেলারটি ২ কোটি ৭০ লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে। 

 

 

জানা গেছে, ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার দৈর্ঘ্য হবে ৩ ঘণ্টার বেশি। এবার দর্শকদের পানির নিচের এক মহাজাগতিক দুনিয়া দেখাতে যাচ্ছেন ক্যামেরন। ট্রেলারে দুর্দান্ত ভিএফএক্স ও চোখধাঁধানো ট্রেলারে প্যান্ডোরাকে আগের মতোই অত্যাশ্চর্য দেখা গেছে।

 

 

২০০৯ সালে “অ্যাভাটার” মুক্তির পর ২০১০ সালেই সিনেমাটির দুটি সিকুয়েলের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। জানিয়েছিলেন, প্রথমটি মুক্তি পাবে ২০১৪ সালে। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় বারবার মুক্তির পরিকল্পনা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

 

LINK:  AVATAR 2: THE WAY OF WATER Trailer 2 (2022)

 

ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালমসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। 

 

 

“অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার” এ অভিনয় করেছেন জো সালডানা, স্যাম ওয়ার্থিংটন, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফ্যালকো, জেমেইন ক্লেমেন্ট এবং কেট উইন্সলেট।

 

 

সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আলোড়ন তুলেছিলো। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশী আয়ের সিনেমার তালিকায় প্রথম অবস্থানে রয়েছে 'অ্যাভাটার'। হলিউডের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সিনেমাটি বিশ্বব্যাপী ২.৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন