Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

হোসিয়ারী সমিতিতে একক আধিপত্য চান সাবেক সভাপতি বদু

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

হোসিয়ারী সমিতিতে একক আধিপত্য চান সাবেক সভাপতি বদু

হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়শনের ২০২৫-২০২৭ সালের নির্বাচন নিয়ে নানা নীল নকশার ছক আকঁছেন হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি ও সাবেক যুবদল বদিউজ্জামান বদু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। বিগত ১৫ বছর বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের একছত্র নিয়ন্ত্রণ ছিলো বিনা ভোটে নির্বাচিত ওসমান পরিবারের অনুসারীদের হাতে। ভোট ছাড়াই সেখানে নেতা ও প্যানেল নির্বাচন করা হতো। বছরের পর বছর বিনা ভোটেই হয়ে যেত কমিটি। সভাপতি পদে বার বার ছিলেন নাজমুল আলম সজল। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ছিল। 

 

গত ৫ আগষ্ট শেষ হাসিনা পালিয়ে গেলে হোসিয়ারীতে ওসমান অনুসারীদের অধ্যায়ের শেষ হয়। এর মধ্যে গত ১৭ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন আগামী ফেব্রুয়ারীতে ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। তবে সভায় উপস্থিত সাবেক সভাপতি (বিএনপি নেতা) বদিউজ্জামান বদুর করা কিছু মন্তব্য ভালো লাগেনি অনেক ব্যবসায়ীর কাছে। তিনি নির্বাচনকে ঘিরে নতুন একটি নকশা করেছেন যে  '৪ বছরের আগে নতুন ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবে না। যাকে ঘিরে অনেক ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। এদিকে অনেক পুরাতন ব্যবসায়ীরা বলছেন, বদিউজ্জামান বদু সভাপতি থাকাকালিন হোসিয়ারী সমিতিতে ছিলো না কোন জৌলুস। 

 

তিনি তার নিয়ন্ত্রাধীন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন ব্যবসাীয়দের কাছ থেকে চাঁদাবাজিসহ বহু অত্যাচার করেছেন। বর্তমানে আবারো রক্তচক্ষু গরম করে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চাইছেন এই ব্যবসায়ী নেতা। কিন্তু এবার ব্যবসায়ীরা তার এই নীল নকশা ভেঙে দিয়ে ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত করতে অতি উৎসাহী হয়ে উঠেছেন।

 


সূত্র বলছে, সাবেক যুবদল নেতা বদিউজ্জামান বদু ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। সেই সঙ্গে আত্মীয় ও। যাকে ঘিরে বিগত দিনে জাকির খানের নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় তিনি বহু ফয়দা লুটেছেন। ২০১৯ সালের ২৯ জুলাই উচ্ছেদ ঠেকানোর কথা বলে রেললাইন থান কাপড় মার্কেটের সাড়ে ৪শ’ দোকানিদের কাছ থেকে ১০ হাজার করে প্রায় ৪৫ লাখ টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠেছিলো এই ব্যবসায়ী ও যুবদল নেতা বদিউজ্জামান বদুর বিরুদ্ধে। কিন্তু জাকির খানের ঘনিষ্ট হওয়ায় কোন থানকাপড় ব্যবসায়ী তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। পরবর্তীতে ২০২২ সালের ২৮ জুলাই ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে দেওভোগ নিজ এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন এই কথিত নেতা ব্যবসায়ী নেতা ও যুবদল নেতা বদিউজ্জামান বদু। এমন ডজনখানিক অভিযোগের পাহাড় রয়েছে এই বদুর বিরুদ্ধে। 

 

এদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দোসর হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি নাজমুল হাসান সজলের সাথে সখ্যতা রেখে বিভিন্ন হোসিয়ারী মালিকদের কাছ থেকে তার লোকদের দিয়ে মোটা অংকের চাঁদা মাসে মাসে কালেকশনে ছিলো এই বদুর নাম। বিভিন্নস্থানে হোসিয়ারী সমিতির সজল ও কবিরের সাথে বিভিন্ন স্থানে গোপন বৈঠকের ছবি রয়েছে বহু ব্যবসায়ীদের কাছে বলছে একটি ব্যবসায়ী সূত্র। এদিকে ব্যবসায়ীদের আরো অভিযোগ রয়েছে যে, বিগত দিনে হোসিয়ারী সমিতির হর্তা কর্তাদের ভয়ে অনেক ব্যবসায়ী নির্বাচনে অংশগ্রহণ করাকে অনেকে জীবনের হুমকি স্বরূপ বলে মনে করতেন। এমন তিক্ত অভিজ্ঞতা গত কয়েকটি নির্বাচনেই হচ্ছে বলে অভিযোগ তাদের। এব্যাপারে প্রকাশ্যে কেউ মুখ খুলতেও আপত্তি ছিলো সদস্যদের। 

 

 

এ ছাড়া বিগত দিনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ক্রয় করতে হতো সাবেক সাংসদ সেলিম ওসমানের কাছ থেকে। আর এর বাহিরে গিয়ে যদি কেউ মনোনয়ন ক্রয় করতেন তাদেরকে শাসনগাঁও বিসিক ২নং গেইট সংলগ্ন হোসিয়ারী সমিতির অফিস নামে টর্চার সেলে নির্যাতন করা হতো। যাকে ঘিরে কেউ মনোনয়ন তো দূরের কথা নির্বাচন নিয়ে ও মাথা ঘামাতো না। কিন্তু বর্তমানে নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে ব্যবসায়ীরা। কিন্তু নির্বাচনের ভোটের বাহিরে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবার পুরো পর্ষদ চায় সাবেক সভাপতি সাবেক যুকদল নেতা বদিউজ্জামান বদু। এদিকে গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী বোর্ড প্রথমে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার হওয়া নিশ্চিত করবে। এরপর আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ভোটার তালিকা প্রণয়নের পর ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারী দুইদিন মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই কোন প্রার্থী যাতে নির্বাচনে না আসে সেই কৌশলে খেলছেন বদু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন