Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

বাড়ানো হয়েছে আয়কর রিটার্নের সময়

আবারও ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। এর আগে গত ১৭ নভেম্বর আরেক আদেশে ৩১ নভেম্বর থেকে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনবিআরের এক আদেশে এ কথা জানানো হয়। নতুন এই আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে এনবিআর।


এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।


জানা গেছে, গত জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে।

বিধান অনুযায়ী বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর আয়কর ১৫ শতাংশের বদলে ১০ শতাংশ হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন