Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ডিসেম্বরে রেমিট্যান্সের ইতিহাস গড়লো বাংলাদেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ডিসেম্বরে রেমিট্যান্সের ইতিহাস গড়লো বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২.৬৪ বিলিয়ন ডলার (২৬৩ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে ২০২৪ এর শেষ মাস ডিসেম্বরে। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক মাসে এতো পরিমাণ রেমিট্যান্স কখনও আসেনি। এর আগের রেকর্ড ছিল ২.৫৯ বিলিয়ন ডলার যা করোনাকালীন ২০২০ সালের জুলাই মাসে এসেছিল বলে জানা গেছে। এবার সেই রেকর্ড ভেঙেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ জানা গেছে। ২০২৩ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। এবার ডিসেম্বরে সেই তুলনায় ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।



এর আগে গত জুলাইয়ের একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাতে পারেননি। সে সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের দোসরদের হাতে নিহত ছাত্র-জনতার প্রতিবাদ করে সরকার পতন তরান্বিত করতে রেমিট্যান্স শাটউাউনের ঘোষণা দেন প্রবাসীরা। এরপর  গণআন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর সেই কর্মসূচি থেকে সরে আসে তারা।  নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে প্রবাসীরা ফের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো শুরু করে।






Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন