রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংক
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রোজা। তাই রমজানকে কেন্দ্র করে ব্যাংকগুলোর লেনদেনের নুতন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র রমজান উপলক্ষ্যে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক ২৪ ফেব্রয়ারি (সোমবার) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে। বর্তমানে ব্যাংকগুলোতে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজানে মাসে ব্যাংক লেনদেনের সময় কমে আসবে।
তবে লেনদেনের সময়সূচী সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হলেও ব্যাংকের অফিস কর্মসূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।
অন্যদিকে রমজানে অফিস সময়সূচির মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকলেও সে সময় লেনদেন চলবে বিকল্প ব্যবস্থায়।