Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হামলাকারী আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১০:১১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হামলাকারী আটক

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে লং মার্চের সময় এ হামলার ঘটনা ঘটে। তবে ইমরান খানের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

 

পাঞ্জাবে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত গত শুক্রবার লংমার্চ শুরু করে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। ওই লংমার্চেই এ হামলার ঘটনা ঘটে। এ সময় ইমরান খান ছাড়াও পিটিআই'র সিনিয়র নেতা ফয়সল জাভেদ ও আহমদ চাত্তাও আহত হন।

 

 

একাধিক টেলিভিশন চ্যানেলে পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ইমরান খান পায়ে গুলিবিদ্ধ হওয়া এবং তাকে লক্ষ্য করে লংমার্চে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘হামলায় ইমরান খানসহ তিন জন আহত হয়েছেন।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন