শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

 চাষাড়ার পোর্ট ডান্ডিতে আসবেন তাহসান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ জুন ২০২২  

 

নারায়ণগঞ্জে আসছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। আজ শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়ায় পোর্ট ডান্ডি নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন তিনি। নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের নূর মসজিদের পাশে নিজেস্ব জমিতে মডেল গ্রুপের সহ প্রতিষ্ঠান ‘পোর্ট ডান্ডি’র যাত্রা শুরু হচ্ছে শুক্রবার।

 

সন্ধ্যা ৭টায় ফিতা কেটে রেস্তোরাঁর উদ্বোধন করবেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। সেখানে বেশ কয়েকটি গান পরিবেশন করার কথা রয়েছে তাহসান ও তার ব্যান্ডের। পুরো অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। এ ব্যাপারে তাহসান রহমান খান জানান, ‘ইট পাথরের খাচার শহরে সবুজের মাঝে নয়ন অভিরাম কোন একটি জায়গায় পরিবারের সাথে সুন্দর সময় কাটানো, এ ব্যাপারটি কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে।

 

এই চিন্তাটা মাথায় আছে বলেই মডেল গ্রুপ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি নতুন ফুট কোটের যাত্রা শুরু করতে যাচ্ছে। সেই ফুট কোটের নাম হচ্ছে পোর্ট ডান্ডি। আগামী ১০ জুন আমি সেখানে থাকবো, আমার ব্যান্ডও থাকবে। কিছু গান হবে, কিছু ছবি তোলা হবে।’এমই/জেসি
 

এই বিভাগের আরো খবর