Logo
Logo
×

সংগঠন সংবাদ

বিপিজেএ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি এনামুল, সম্পাদক সহিদ

Icon

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

বিপিজেএ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি এনামুল, সম্পাদক সহিদ

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২ টায় চাষাড়াস্থ শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে সকল সদস্যগণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শাখার নির্বাহী কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়।  সংগঠনের সাবেক তিনজন সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি ও হাজী হাবিবুর রহমান শ্যামল কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন। সভাপত্বি করেন শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী।  

 

এ সময় সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম বলেন, অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার সুযোগ দিয়েছেন, তাই সদস্যদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়নের সার্থে সকল সদস্যদের সহযোগিতা লাগবে।

সভাপিত মো. এনামুল হক সিদ্দিকী বলেন, আমাকে পুনরায় নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই। সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে কঠোর থাকবো। ফটো সাংবাদিকতায় মান উন্নয়নে এবার অনেক কর্মসুচী হাতে নেয়া হবে। সকলের দোয়া কামনা করেন। সকলের পক্ষ থেকে তিনি ১১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষনা করে।

নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সদস্যরা হলেন,

 

সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহসভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্য-১ মাহমুদ হাসান কচি, নির্বাহী সদস্য-২ কে এইচ মিলন ও নির্বাহী সদস্য-৩ মোক্তার হোসেন।

 

আরো উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা ও সদস্য দিনার মাহমুদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন