হোসিয়ারী সমিতি নির্বাচন, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
হোসিয়ারি এসোসিয়শনের নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীরা সমিতির সদস্য ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট চাইছেন।
দীর্ঘ ১৬ বছর পর আগামী ৩ ফেব্রুয়ারী ওসমানদের প্রেসক্রিপশন ছাড়াই হোসিয়ারি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়শনের (২০২৫-২০২৭) সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উন্মুক্ত এই নির্বাচনে ইতিমধ্যে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি ও সাবেক যুবদল নেতা বদিউজ্জামান বদু প্যানেল ও স্বতন্ত্র প্যানেল যা নেতৃত্ব দিচ্ছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন। এরই মধ্যে ভোটযুদ্ধে প্রস্তুতিতে মনোয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচনী প্রচারণা চলমান রয়েছে। উভয় পক্ষের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপ মিলে প্রায় ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। আজকে হোসিয়ারী নির্বাচনের ভোটার তালিকা ও প্রার্থীদের ক্রমিক নম্বর দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনকে জাঁকজমক করতে বর্তমানে দুই প্যানেলের প্রার্থীরা নয়ামাটি হোসিয়ারী পল্লি, উকিলপাড়া, দেওভোগ মার্কেটসহ আশপাশে থাকা সমিতির সদস্য ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট চাইছেন। একই সাথে দুইটি প্যানেলের প্রার্থীরাই ভোটে জয়ী হতে কাদা ছোড়াঁছুড়ি করছেন। যা নিয়ে ভোটাদের মাধে নির্বাচন নিয়ে উদ্বেগ উদ্বকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নিয়মিত সকল থেকেই দুইটি প্যানেলের প্রার্থীরা বিভিন্ন ভোটারদের নিকট যাচ্ছেন এবং ভোট চাওয়ার পাশাপাশি বিপক্ষ প্যানেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন। যা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে স্বতন্ত্র প্যানেলের নেতা রিপন রেজা তাদের প্রতিদ্বন্দ্বি প্যানেল নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করছেন যা নিয়ে সমালোচনা ও সৃষ্টি হচ্ছে ভোটারদের মাঝে। এদিকে বহু বছর পর নির্বাচনের মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন।
গত ১৫ বছর নির্বাচন ছাড়াই ব্যবাসায়ীদের এই বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সংগঠনটি দখল করে নেতা হয়েছিলেন ওসমান পরিবারের অনুসারীরা। যোগ্যতা না থাকার পরও অযোগ্যরা নেতা হওয়ায় হোসিয়ারী সেক্টরের সর্বস্ব লুটে খাওয়া ছাড়া সাধারণ ব্যবসায়ীদের জন্য ভালো কোনো কাজ কারতে পারেনি তারা। ব্যবসায়ীরা কোন সুবিধা-অসুবিধায় পাশে পায়নি ওসমানদের সেই কুখ্যাত হোসিয়ারী সমিতি ও ব্যবসায়ীদের জিম্মি করে রাখা চাঁদাবাজ নাজমুল আলম সজল ও কবির হোসেনকে। কিন্তু বিগত দিনে বদিউজ্জামান বদু সভাপতি থাকাকালিন প্রত্যেকটি সদস্য এবং ভোটারা ব্যাপক সুবিধা উপভোগ করেছেন। এ ছাড়া বদু প্যানেলে যতগুলো প্রার্থী রয়েছে সকলেই যোগ্যতা স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীদের থেকে অনেকটাই উর্ধ্বে বলা চলে। যাকে ঘিরে বর্তমানে বদু প্যানেলকে হেভিওয়েট প্যানেল হিসেবে মনে করছেন ব্যবসায়ীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
তা ছাড়া বদু প্যানেলের প্রার্থীরা সকলেই নির্বাচনী প্রচারণায় বেড় হচ্ছে সে সময় বিভিন্ন ব্যবসায়ী সদস্যরা এমনিতেই বদুর সাথে প্রচারণায় অংশ নিয়ে বদ প্যানেলের পক্ষে ভোট চাইছেন। এদিকে বদু প্যানেলের সাধারণ গ্রুপের প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, হাজী মো.শাহীন, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন সকলেই জনপ্রিয় ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। যাকে ঘিরে বদু প্যানেলের জয়ের বার্তা বলা চলে নিশ্চিত প্রায়।
জানা গেছে, আজ ১৮ জানুয়ারি বাংলাদেশ হোসিয়ারি সমিতির ভোটার তালিকা ও প্রার্থীদের ক্রমিক নম্বর দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। নামের অক্ষর হিসেবে প্রার্থীদের ক্রমিক নম্বর দেয়ার জন্য তোড়জোড় রয়েছে দুই প্যানেলের প্রার্থীরা।
এদিকে প্রার্থীদের প্রচারণায় জয়ের বার্তা ঘুরপাক খাচ্ছে ৩৩জনের মধ্যে। এর মধ্যে বদু প্যানেলের প্রার্থীরা একত্রে তাদের জয়ের বার্তা দিচ্ছে ভোটারদের কাছে। একই ভাবে স্বতন্ত্র প্রার্থীরা একক ভাবে ভোটাদের কাছে প্রচারণা করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবে হোসিয়ারি সমিতির নির্বাচনে ভোটাররা তাদের ১৮ জন প্রার্থীকে ভোট দিবেন। এর মাধ্যমে আগামী দিনে এই হোসিয়ারি সমিতির প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন নির্বাচিত ১৮ জন পরিচালক। বর্তমানে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পট পরির্বতনের পর সর্বপ্রথম নির্বাচন হতে যাচ্ছে হোসিয়ারী সমিতির।