দুই যুগ পরে না.গঞ্জ চেম্বারে ব্যবসায়ীদের লড়াই হবে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
২৯ বছর পর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানকান নির্বাচন সবশেষ। তখন নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি ছিলেন গডফাদার খ্যাত শামীম ওসমান। এর পরে জ্কাজমক ভাবে ভোটের মাধ্যমে নির্বাচন হয় নাই। ব্যবসায়ী মহলের অভিযোগ বিগত সময়ে ব্যবসায়ীদের এই সংগঠনটি ওসমান পরিবার নির্বাচনকে কুক্ষিগত করে রেখে বিনা ভোটে নিজেদের পছন্দের মানুষকে বসিয়ে লুটপাট, চাদাঁবাজির রামরাজত্ব চালিয়েছে। ২০২৪ সনের ৫ আগষ্টের পরে ওসমান পরিবার পালিয়ে যাওয়ার পর এই সংগঠনটিতে ওসমানদের আধিপত্য মুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার ছিল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ সময়।
জানা যায়, ইতোমধ্যে আগামী ২০২৫-২০২৭ বর্ষে দুই বছর মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এই বছরের বছরের ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যা ২৯ বছর পর আবার নির্বাচন হতে যাচ্ছে। ২৪ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের ১ম যৌথ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে ভারপ্রাপ্ত সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসদুজ্জামান মনোয়নপত্র ক্রয় করেছে। তার সাথে পাল্লা দিয়ে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া এবং সিআইপি বজলুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তারা তিনজনেই রাজনৈতিক মহল থেকে শুরু করে ব্যবসায়ী মহলে ব্যপক পরিচিত। তারা নির্বাচনে শেষ পর্যন্ত অংশ গ্রহন করলে ২৯ বছরে নির্বাচন না হওয়া ব্যবসায়ীদের যে ক্ষোভ তার কিছুটা মুক্তি মিলবে ভোট প্রয়োগের মাধ্যমে। এছাড়া এই তিন প্রার্থীর মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন সচেতন মহল। সেই সাথে নির্বাচন হবে জাকজমক পুর্ন। তাছাড়া ব্যবসায়ীরা নিজেদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে বলে মনে করেন। তবে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের ভোট না দেয়ার ক্ষোভ হয়ত এবার শেষ হতে যাচ্ছে।
ব্যবসায়ীদের এই সংগঠনটিতে দীর্ঘ দিন ওসমান পরিবার একক ভাবে আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, দখলবাজি, প্রভাববিস্তার, লুটপাট, অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব কব্জাসহ নানা অপকর্ম চালিয়ে এখন পালিয়েছে। তাদের হেন অপকর্ম রাজস্বাক্ষী ও হোতা ছিলেন খালেদ হায়দার খান কাজল। এমন কোন অপকর্ম নেই যা তারা করেন নাই। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর ওসমানদের সাথে এখনো পলাতক খালেদ হায়দার খান কাজল। আপদকালীন সময়ে সংগঠনের নেতৃত্বে আসেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান। এজিএমের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
সুত্রমতে, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ নির্বাচনে জেনারেল গ্রুপ, এসোসিয়েট গ্রুপ এবং ট্রেড গ্রুপের সর্বমোট ১৯টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য ২৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সূত্র জানিয়েছে, জেনারেল গ্রুপ থেকে ১২টি পদে ১৯ জন, এসোসিয়েট গ্রুপের ৬টি পদে ৭ জন এবং ট্রেডগ্রুপের একটি পদে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সূত্র জানায়, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে মাসুদুজ্জামান, বজলুর রহমান, মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, মোর্শেদ সারোয়ার সোহেল, সোহেল আক্তার সোহান, আশিকুজ্জামান, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, মোস্তফা এমরানুল হক মুন্না, মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, মো. সোহাগসহ মোট ২৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ জানুয়ারি, বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২৬ জানুয়ারি, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৩ ফেব্রুয়ারি, প্রার্থী পদ প্রত্যাহারের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৬ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ২৬ ফেব্রুয়ারি সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে ২৬ ফেব্রুয়ারি নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের ভোটে ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি এবং ১ জন সহ-সভাপতি নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভোটার সংখ্যা আনুমানিক ১৬০০। ২২ ফেব্রুয়ারি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের ১৯টি পদে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চোধুরী। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা ও আপীল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র এড. মো. জাকির হোসেন।