Logo
Logo
×

সংগঠন সংবাদ

বিএনপি নেতাদের পাশে ওসমান দোসররা প্রার্থী, ক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বিএনপি নেতাদের পাশে ওসমান  দোসররা প্রার্থী, ক্ষোভ

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি বদিউজ্জামান বদুর মাধ্যমেই আগামী ৩ ফ্রেবুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে হোসিয়ারী সমিতির উন্মুক্ত নির্বাচন। এদিকে বদুকে আবারো হোসিয়ারী সমিতির নির্বাচনে অংশ নিতে দেখে নির্বাচনে উৎফুল্ল হয়ে উঠে ব্যবসায়ীরা এবং ভোটার সদস্যরা। এদিকে সকল ব্যবসায়ীরা হোসিয়ারী সমিতিতে বদুর বিগত দিনের নেতৃত্বের গুনগান গাইতে থাকেন। এদিকে সকলেই আনন্দে উল্লাসিত হয়ে পরেন যে দীর্ঘদিন পর জিম্মি থাকা  হোসিয়ারী এসোসিয়েশন বদুর হাত ধরেই ওসমান মুক্ত হতে যাচ্ছে। কিন্তু  যখনই বদিউজ্জামান বদু তার প্যানেল ব্যবসায়ীদের মাঝে উপস্থাপন করলেই ব্যবসায়ীরা নাখোশ হয়ে পরেন।

সকলেই দাবি করেন প্যানেল থাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসিয়ারী সমিতির সাবেক সহ-সভাপতি সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, জেলা যুবদল নেতা পাড়ভেজ মল্লিক, বিএনপি নেতা মাসুদুর রহমান সকলেই হোসিয়ারী সমিতিতে নেতৃত্বে দেওয়ার যোগ্যতা রাখেন। তা ছাড়া বদু প্যানেল নির্বাচনের অংশ নেওয়া দুইটি প্যানেলের মধ্যে সেরা প্যানেল হলে ও এই প্যানেলের মধ্যে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে ওসমানদের ৯ জন দোসর। যা নিয়ে নাখোশ ব্যবসায়ী মহল। সকলেই বলছেন বদু সাহেবের প্যানেলে কিভাবে স্থান পেল বিগত কমিটিতে ওসমানদের সন্ত্রাসী নাজমুল আলম সজলের প্যানেলে থাকা ৯ জন এই প্যানেলের যোগ্য নেতৃত্বকে বুলন্ঠিত করবে। এদিকে ষড়যন্ত্র মূলকভাবে বদু প্যানেলকে কলঙ্কিত করতে ওসমানদের বিগত প্যানেলে থাকার পরে ও বর্তমানে বদুর প্যানেলে মাথা গুজেছেন, সাঈদ আহমেদ স্বপন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, বৈদ্যনাথ পোদ্দার, আলহাজ্ব মোঃ আবদুল হাই, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মোঃ নাছির শেখ, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান। ওসমানদের এই দোসররা বারবারই হোসিয়ারীকে জিম্মির পায়তারায় বসে থাকায় সুযোগ পাচ্ছে না বিএনপি মাইডেন্ট যোগ্য বহু সদস্য ভোটাররা। এবার উন্মুক্ত নির্বাচনে সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপে অনেকেই মনোনয়ন নিতে চেয়েছিলো কিন্তু যখনই মনোনয়ন লিষ্টে এদের নাম দেখা যায় তখনই অনেকেই যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলে।



এদিকে জানা গেছে, বিগত দিনে বছরের পর বছর ওসমানদের যারা পদলেহনকারী ছিলেন তারাই প্যানেল সাজিয়ে জিম্মি করে রেখেছিলেন হোসিয়ারী এসোসিয়েশন হতে দেয়নি নির্বাচন এমনকি লুটে খেয়েছেন সবই। এদিকে গত ৫ আগষ্টের পর ওসমানসহ তাদের পদলেহকারীরা পালিয়ে গেলে ছন্নছাড়া হয়ে পরে হোসিয়ারী এসোসিয়েশন সে সময় বিগত দিনের যোগ্যতা ও চৌকুস নেতৃত্বের বিবেচনায় পূণরায় সিলেকশনে বদুকে সভাপতির পদে বাসাতে চাইছিলেন হোসিয়ারীর ভোটার সদস্যরা। কিন্তু বদিউজ্জামান বদু বলে দেন ওসমানদের মতো সিলেকশনে নয় ইলেকশনের মাধ্যমে ব্যবসায়ীদেরকে তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবেন। যাকে ঘিরে সবুর খান সেন্টু, মনির খান, পাড়ভেজ মল্লিক, মাসুদুর রহমান। একত্রিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত মোতাবেক এবং ব্যবসায়ীদের মধ্যস্ততায় নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেন। বর্তমানে দাপে দাপে নির্বাচনের আগ মুহুর্ত্বের সকল কার্যক্রম প্রঅয় শেষ এদিকে নির্বাচনের বাকি মাত্র ১০ দিন প্রায়। এদিকে বদু প্যানেলের যোগ্যতার পরিপ্রেক্ষিতে এই ওসমান দোসরা সুবিধা গ্রহণ করতে এসেছে যা বর্তমানে প্রকাশ্যে।

এদিকে নির্বাচনের বাকি রয়েছে মাত্র কিছুদিন একই সাথে ওসমান দোসরদের অংশগ্রহণতা যা বর্তমানে হোসিয়ারী সমিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। সকলেই বলছেন বিগত ওসমানদের দোসর নাজমুলের ঘনিষ্টরা কিভাবে ৫ আগষ্টের পর এমন সুযোগ্য চুরিবিহীন নির্বাচনে অংশ নিতে পারে তা বোধগাম্য নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন