Logo
Logo
×

সংগঠন সংবাদ

রেজা রিপনের প্যানেলে ছাত্র হত্যা মামলার আসামী ও আওয়ামী দোসররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

রেজা রিপনের প্যানেলে ছাত্র হত্যা মামলার আসামী ও আওয়ামী দোসররা

রেজা রিপনের প্যানেলে ছাত্র হত্যা মামলার আসামী ও আওয়ামী দোসররা



হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) এর নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। যার বাকি আর মাত্র ১০ দিন। এদিকে চলমান রয়েছে নির্বাচনী প্রচার-প্রচারনা এবং মত বিনিময় সভা। এদিকে এই নির্বাচনকে ঘিরে দুইটি প্যানেল রয়েছে এর মধ্যে বদু প্যানেল ও স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম যার নেতৃত্বে দিচ্ছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন। স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের সাধারন গ্রুপের পরিচালক পদে ৮ প্রার্থীর মধ্যে  জন আবুল বাশার বাসেত।


যিনি-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের  প্রধান আসামী শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৫১ জনের বিরুদ্ধে দাযেরকৃত মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলার অন্যতম আসামী নন্দী পাড়া  এলাকার নুর মোহাম্মদ খা এর ছেলে আবুল বাশার বাসেত। এ ছাড়া এই বাসেত ছিলেন হোসিয়ারী সমিতির ওসমান দোসর নাজমুল আলম সজলের প্যানেলের (২০২৩-২০২৫) সালের পরিচালক পদে ছিলেন।


এছাড়া আরো অভিযোগ রয়েছে যে, বর্তমানে এই প্যানেলে বেশির ভাগই ব্যবসায়ী হিসেবে কেউ নেই। বেশির ভাগই ওসমানদের পদলেহনকারী নাজমুল আলম সজলের মতোই ব্যবসা ছাড়া হোসিয়ারর দায়িত্ব ও এর মাধ্যমে চাঁদাবাজির পায়তারা করছিলেন। এদিকে এই স্বতন্ত্র মালিক ঐক্য ফেরামের প্যানেল শুধু আবুল বাশার বাসেত একই ওসমানদের দোসর হিসেবে নয়। এর বাহিরে ও আরো রয়েছে তারা হলেন, সুশান্ত পাল চৌধুরী, বাবুল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ চন্দ্র মজুমদার।


এদের মধ্যে কয়েকজন বিগত দিনের শাহজালাল প্যানেল আবার কেউ নাজমুল আলম সজলের প্যানেলে থেকে অপকর্ম পরিচালনা করে বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপনের নেতৃত্বেধীন প্যানেলকে বুলণ্ঠিত করতে এই তিন ওসমান দোসর নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে জানা গেছে। এদিকে এই প্যানেলে শুধু রেজা রিপন নয় মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা ইবনে মো. আল কাউসারের মতো হোসিয়ারীতে যোগ্য নেতৃত্বকারীদের মাঝে বাতেন, সুশান্ত পাল চৌধুরী, বাবুল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ চন্দ্র মজুমদারের মতো ওসমান দোসরদের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ী মহল।


এ ছাড়া বর্তমানে এই প্যানেলের বর্তমানের মূল দূর্বল পয়েন্ট হিসেবে রয়েছে একজন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা মামলার আসামী আবুল বাশার বাসেত। নিচে এই বাতেনের এজাহার উল্লেখ করা হলো- গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের  প্রধান আসামী শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৫১ জনের বিরুদ্ধে দাযেরকৃত মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলার অন্যতম আসামী নন্দী পাড়া  এলাকার নুর মোহাম্মদ খা এর ছেলে আবুল বাশার বাসেত। ঐ ঘটনায় নিহত হাফেজ সোলাইমান এর বোন জামাই মো: শামীম কবির (৩২) বাদী হয়ে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৫১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দাযের করেন। মামলা নং-১৬।



মামলার বিবরনে রয়েছে, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, ককটেল, লাঠিসোঠা ইটপাটকেল, রামদা, বার্ন ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে বেআইনী মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং জনমনে আতংক তৈরী করে।



এ সময় আসামীদের নির্দেশে জনতাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ী গুলি ও আক্রমন করার নির্দেশ প্রদান করলে অন্যান্য সকল আসামীগন তার অবস্থানরত ছাত্র জন উপর ককটেল বিস্ফোরণ কবিতার এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথাড়ী গুলি বর্ষন করেন। এ সময বাদীর।শেলক মৃত হাফেজ সোলাইমান (১৯), একটি তারিখ আনুমানিক দুপুর ১৩.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডস্থ জনতা ব্যাংকের সামনে পাকা রাজার উপর পৌছালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আমার শেলক মৃত হাফেজ সোলাইমান এর ডান পাশের গুলি বিদ্ধ হলে সে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় পথচারিদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।পরবর্তীতে মাদানীনগর মাদ্রানা হল। কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।



অত্র মামলায় আসামীরা হলেন, শেখ হাসিনা (৭৭) পিতা মৃত শেখ মুজিবুর রহমান, আসাদুজ্জামান খাঁন কামাল (সাবেক স্বররাষ্ট্র মন্ত্রী)  এ্যাডঃ আনিসুল হক (৬৫), সাবেক আইনমন্ত্রী, ডাক্তার দিপু মনি (৬২), (সমাজকল্যাণ মন্ত্রী), জুনায়েদ আহমেদ পলক (সাবেক আইসিটি প্রতিমন্ত্রী), শামীম ওসমান, শাহজালাল বাদল (৪২), আবুল হাসনাত শহীদ বাদল, এড. খোকন সাহা আবুল বাশার বাসেত (৫২), পিতা- নুর মোহাম্মদ সহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন