Logo
Logo
×

সংগঠন সংবাদ

চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ


নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচন বোর্ডের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৈধ তালিকায় রয়েছেন, জেনারেল গ্রুপে ১৭ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন। এর মধ্যে অবৈধ তালিকায় জেনারেল গ্রুপের প্রার্থী আব্দুল্লাহ আল-মামুনের মনোনয়ন। সর্বমোট বৈধ ২৫ জন প্রার্থীর মনোনয়ন।



গতকাল রবিবার (২৬ জানুয়ারী) চেম্বার অব কর্মাস নির্বাচন বোর্ডের মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এর সভায় নির্বাচন বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে দখিলকৃত মনোনয়নপত্রের বক্স খোলা হয়।



যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, চেম্বারের আসন্ন (২০২৫-২০২৭) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য জেনারেল গ্রুপে ১৯ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন এবং ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তফসিল অনুযায়ী নির্বাচন বোর্ডের মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এর সভায় নির্বাচন বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে দখিলকৃত মনোনয়নপত্রের বক্স খোলা হয় এবং জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৬ টি মনোনয়ন পাওয়া যায়। উক্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপে ১৭ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৫ টি মনোনয়নপত্র বৈধ এবং জেনারেল গ্রুপের ১ টি মনোনয়নপত্র নামের বানান সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়ায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয় নাই।



বৈধ প্রার্থীদের তালিকা জেনারেল গ্রুপ : মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ আব্দুল হাই রাজু, হোসাইন মোঃ তামিম তৌহিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মোঃ সোহাগ, আলহাজ¦ মোঃ বজলুর রহমান, মোঃ হানিফ মিয়া, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহম্মেদুর রহমান তনু।
এসোসিয়েট গ্রুপ : মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম। ট্রেড গ্রুপ : শ্রী বিকাশ চন্দ্র সাহা। বাতিলকৃত মনোনয়নপত্রের নাম : জেনারেল গ্রুপ : মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন।



জানা গেছে, দীর্ঘ ২৯ বছর পর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০২৫-২০২৭ বর্ষে দুই বছর মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন