আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র উদ্যোগে দুস্থদের কম্বল শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র উদ্যোগে দুস্থদের কম্বল শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান
প্রতি বছরের ন্যায় এবারও আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে ওয়াকিফ মরহুম আব্দুল হামিদ মিয়া স্বরণে গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মেধাবী শিক্ষার্থী, মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর আয়োজনে খানপুর পোলষ্টার ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পোকন এর সভাপতিত্বে ও আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সহ-সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির এর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.জাহিদ হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান আহমেদ, সম্মানীত অতিথি আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান (মারুফ), সদস্য মো.শহীদ হোসে স্বপন, সদস্য হাজী জাহিদ হোসেন, সদস্য মো.রহমত উল্লাহ খান, সদস্য মো.আব্দুল রাজ্জাক, সদস্য মো.মাহাবুব হোসেন, মাওলানা মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর ম্যানেজার মো.জুয়েল হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মো.ইয়াসিন কবির রাফি, আশরাফুল আলম রাইয়ান, সাকিব সহ প্রমুখ।
এ সময় সভাপতির বক্তব্যে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পোকন বলেন, আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের গরিব দুঃখী মানুষের জন্য একটি আয়োজন করেছি। এখানে আমরা ১২শত কম্বল দান করবো এবং পাঁচটি মসজিদ ও মাদ্রাসায় অনুদান দিবো এবং বার একাডেমী স্কুল ও খাঁনপুর প্রাইমারি স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ১লক্ষ টাকা দান করবো।
আগামীতে যেনো আরো বেশি অনুদান দিতে পারি আপনারা দোয়া করবেন। ‘আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’ এর আব্দুল হামিদ মিয়া কোটি টাকার সম্পদ রেখে গেছেন, খাঁনপুর বাজারে একটি মার্কেট রেখে গেছেন। প্রতি মাসে আমরা অনেক গরিব দুঃখী মানুষকে নগদ অর্থ দিয়ে বা সার্বিকভাবে সাহায্য করে থাকি। তাই আপনারা হামিদ মিয়ার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদারের জন্যেও দোয়া করবেন, যার সহযোগীতা ছাড়া আমরা এতো দূর এগোতে পারতাম না। আপনারা সকলের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের প্রতি বছর দিতে পারি।
এ সময় বক্তব্যে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সহ-সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির বলেন, আজকে আমাদের এডিসি সাহেব মো.জাহিদ হাসান সিদ্দিকী সাহেব কোনো এক কারণবশত উপস্থিত হতে পারেন নি। তিনি আপনাদের সালাম জানিয়েছে। এই অনুষ্ঠান যাতে আমরা সব সময়ই করতে পারি এবং আরো ভালো ভাবে করতে পারি সেজন্য দোয়া করবেন। আব্দুল হামিদ মিয়া সাহেবের এই জায়গাটি পড়ে ছিলো।
এখানে আমাদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সাহেব প্রতিষ্ঠানটি করে দিয়েছেন এবং এখান থেকে ভাড়াও পাই। ফলে আপনাদের জন্যেও অনেক কিছু করতে পারি। আপনারা সবাই তার জন্যে দোয়া করবেন এবং আমাদের সবার জন্যেও দোয়া করবেন, যাতে আমরা সবার জন্যে কাজ করতে পারি।
এ সময় অনুষ্ঠানে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে ওয়াকিফ মরহুম আব্দুল হামিদ মিয়া স্বরণে গরীব দুস্থদের মাঝে ১২শত কম্বল বিতরণ করা হয় এবং দুইট স্কুলের মেধাবী শিক্ষার্থীদের ১লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয় ও ৩টি মসজিদ ও ২টি মাদ্রাসায় ১লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।