Logo
Logo
×

সংগঠন সংবাদ

হোসিয়ারী এসোসিয়েশনের বেয়ারা নির্বাচনে

তিন পদে তিন যোগ্য নেতা আলোচনায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

তিন পদে তিন যোগ্য  নেতা আলোচনায়

চেয়ারম্যান বদিউজ্জামান বদু, সিনিয়র ভাইস চেয়ারম্যান (জেনারেল) সবুর খান সেন্টু ও ভাইস চেয়ারম্যান (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন।

দীর্ঘ ১৫ বছর পর ওসমানবিহীন উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহনের মাধ্যমে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২০২৭) শেষ হতে না হতেই হোসিয়ারী এসোসিয়েশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে এসোসিয়েশনের ৩টি পদে বেয়ারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয়ীরা। আগামী (১১ ফেব্রুয়ারী) নির্বাচিত পরিচালকদের উপস্থিতি মধ্যে দিয়ে বেয়ারা নির্বাচন অনুষ্ঠিত হবে বালে জানিয়েছেন নির্বাচন কমিশন। সেখানে নির্বাচিত পরিচালকদের মধ্যে জেনারেল গ্রুপ থেকে চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও এসোসিয়েট গ্রুপ থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে। সূত্র জানিয়েছে, বর্তমানে তিনটি পদে আলোচনায় রয়েছে, চেয়ারম্যান বদিউজ্জামান বদু, সিনিয়র ভাইস চেয়ারম্যান (জেনারেল) সবুর খান সেন্টু ও ভাইস চেয়ারম্যান (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন।



এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সনাতন পাল লেইন হোসিয়ারী ক্লাব ভবন কার্যালয়ে সভাপতি, সহ-সভাপতি (জেনারেল), সহ-সভাপতি (এসোসিয়েট) পদে মনোনয়ণপত্র বিতরণ করা হইবে। সভাপতি পদে ৭৫,০০০ হাজার টাকা, সহ-সভাপতি (জেনারেল) ৬০,০০০ হাজার টাকা এবং সহ-সভাপতি (এসোসিয়েট) ৫০,০০০ হাজার টাকা মূল্যে মনোনয়ণ সংগ্রহ করা হবে। একই দিনে দুপুর ১ থেকে দুপুর ২টার মধ্যে ৩টি পদ সভাপতি, সহ-সভাপতি (জেনারেল), সহ-সভাপতি (এসোসিয়েট) পদে নির্বাচন বোর্ডের নিকট মনোনয়ণপত্র দাখিল করতে হবে। তা ছাড়া সেদিনই মনোনয়ণপত্র বাছাই শেষে ৩টি পদে ৩ জনই মনোনয়ন ক্রয় করলে বিকেল ৩ টায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, সিনিয়র ভাইস (জেনারেল) ভাইস চেয়ারম্যান(এসোসিয়েট) নির্বাচিতদের ঘোষণা করা হবে। আর যদি  ৩টি পদে একাধিক প্রার্থী মনোনয়ন ক্রয় করলে সেদিন ভোটা প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। কিন্তু যেহেতু বর্তমানে হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের ১৬ জন প্রার্থী বিজয়ী লাভ করেছেন সেই অনুসারে বলা চলে এদের প্যানেলের থেকেই যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে বেয়ারা নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমানে আলোচনায় রয়েছে চেয়ারম্যান বদিউজ্জামান বদু, সিনিয়র ভাইস চেয়ারম্যান (জেনারেল) সবুর খান সেন্টু ও ভাইস চেয়ারম্যান (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন। এরাই আগামী দিনে হোসিয়ারী এসোসিয়েশনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। এ ছাড়া এরপর থেকে বাংলাদেশ হোসিয়ারি সমিতির আগামী দুই বছরের জন্য চ্যালেঞ্জিং কমিটির রূপ ধারণ করবে।



এদিকে এর আগে গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবে ১১১৩ জনের ভোটে রায়ে নিয়ে ১৮ পরিচালকের পদে ১৫ জন নির্বাচিত হন বদিউজ্জামান বদু প্যানেল। বাকি তিনজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (এসোসিয়েট) আবদুস সোবহান তালুকদার, বিল্লাল হোসেন ও স্বতন্ত্র ঐক্য ফোরাম (সাধারণ) প্যানেল প্রধান ফতেহ মোহাম্মদ রেজা রিপন। বদিউজ্জামান বদু প্যানেল ১৮টি পদে প্রার্থী দিলেও ফতেহ মোহাম্মদ রেজা রিপনের নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে।



জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিতরা হলেন, আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট,বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



এসোসিয়েট গ্রুপ থেকে সাইফুল ইসলাম হিরু (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মোঃ নাছির শেখ (নাছির হোসিয়ারী) ৭০২ ভোট,আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, নাছিম আহমেদ (গাজী হোসিয়ারী) ৪৯৮ ভোট, মোঃ বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়েছে। যাকে ঘিরে এবার হোসিয়ারী এসোসিয়েশনের বেয়ারা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হচ্ছেন বদিউজ্জামান বদু। কারণ তিনি এবার সবোর্চ্চ ভোটে জয়ী হয়েছেন। তা ছাড়া সিনিয়র ভাইস (জেনারেল) সবুর খান সেন্টু ও ভাইস চেয়ারম্যান (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন। সূত্র মতে, জেনারেল ও এসোসিয়েটের সমন্বয়ে ৩দি পদে এরাই নির্বাচিত হতে পারে এমন গুঞ্জন উড়ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন