Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭)

সভাপতি দিপু-সহসভাপতি সোহেল-জাফর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সভাপতি দিপু-সহসভাপতি সোহেল-জাফর

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর।

 নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর।


গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এই ঘোষণা দেন।


নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।  এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তারা হলেন- চেম্বারের পরিচালক পদে জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ আল-মামুন। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। এছাড়াও ট্রেড গ্রুপ থেকে বিকাশ চন্দ্র সাহা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন