ব্যবসায়ীদের কল্যাণে নিজেদের উজার করে দিতে হবে: সোহেল

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলকে শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক নগরী। আর ব্যবসায়ীদের উন্নয়নেই কাজ করার অঙ্গীকারে আবদ্ধ আমরা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃত্বে যারা রয়েছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদের এই মানসিকতা নিজেদের মধ্যে ধারণ করতে হবে যে ব্যবসায়ীদের কল্যাণে নিজেদের উজার করে দিতে হবে। ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখতে হবে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলকে শুভেচ্ছা জানানোর সময় তিনি সেসব ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, আমাদের কাজ কেবল ব্যবসায়ীদের উন্নয়ন নয়, পুরো নারায়ণগঞ্জ জেলাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। আমাদের এই জেলার জনগণ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলোর মধ্যে যানজট অন্যতম। আমরা চাই এই যানজট নিরসনে সকলে প্রসাশনের সহযোগী হয়ে কাজ করতে। এই জেলার আর একটি সমস্যা হলো মশা। মশা নিধনে সিটি করপোরেশনের সাথে কাজ করে যাওয়ার আহবান সকলকে। আমি চাই চেম্বার অব কমার্সের প্রতিটি সদস্য তাদের সময়, মেধা ও দক্ষতা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাক। এই সংগঠনের সদস্যদের মনে রাখতে হবে যে এখান থেকে দায়িত্ব ও ভালোবাসা ছাড়া নেয়ার কিছু নেই, তবে দেয়ার আছে অনেক কিছু।
তিনি বলেন, তবে চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি হিসেবে আমি শুরু থেকেই চেয়েছি স্বচ্ছতা। আমার মনে হয় না ২০১৬ থেকে এই পর্যন্ত চেম্বার অব কমার্সের সদস্য হতে এসে কখনো কেউ কোনো বাঁধার সম্মুখীন হয়েছে এমনটা বলতে পারবে না। যখনই কোনো সদস্য আমার কাছে এসেছেন আমি গুরুত্বের সাথে তাদের কথা শুনেছি এবং দ্রুততার সাথে তা সমাধানের চেষ্টা করেছি। বর্তমানে আমাদের চেম্বার অব কমার্সের ভবনটি ৮ম তলা বর্ধিতকরনে কাজ সম্পন্ন করেছি। আপনারা যে যে অবস্থানে আছেন, সে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন, এতে মানুষ আপনাকে ভালোবাসবে। তবে যখন কেউ ভালো কোনো কাজ করে তখন কিছু লোক সমালোচনা করবে এটাই স্বাভাবিক।
তিনি বলেন, সমালোচনাকারীদের কাজই হলো সমালোচনা করা। তবে আমি সমালোচনাকারীদের পছন্দ করি। তার চেয়ে বেশি পছন্দ করি সমালোচনার জবাব কাজের মাধ্যমে দিতে। এই বছর আমরা একটি জাঁকজমকপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় ছিলাম। কিন্তু শেষ পর্যায় কোনো প্যানেল না থাকায় তা হলো না। তাছাড়া স্বতন্ত্রভাবে যারা প্রার্থী হয়েছিল তারাও শেষ পর্যন্ত না থাকায় আশানুরূপ নির্বাচন হয় নি। সর্বপরি আমাদের নির্বাচিত কমিটির মূল লক্ষ্য আমাদের এই দেশকে গোটা বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের অধীনে ৪২ টি সংগঠন রয়েছে এবং এর সদস্য সংখ্যা দুই হাজার দুইশত।