
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম
‘কথিত টোকাই’ সাংবাদিকদের পক্ষে নিউজ করায় যুগের চিন্তার সম্পাদককে না.গঞ্জ প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

২০২৪ সালের ৩ এপ্রিল দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হলের ছাদের ওপর থেকে রাতের আঁধারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে শামীম ওসমানের অনুগতরা। এর একদিন পর ৫ এপ্রিল নারায়ণগঞ্জের গডফাদার সাবেক স্বৈরাচার সরকারের অন্যতম দোসর শামীম ওসমান তাঁর বিশ্বস্ত সহচর সাংবাদিক রফিকুল ইসলাম জীবন ও বিল্লাল হোসেন রবিনকে পাশে বসিয়ে ম্যুরাল ভাঙার যোক্তিকতা নিয়ে বক্তব্য প্রদান করেন।
আরো পড়ুন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র স্থায়ী সদস্য দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক আবু আল মোরছালীন বাবলাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব দখল প্রক্রিয়া নিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা ঘটে। ক্লাব দখল প্রক্রিয়ায় টোকাই সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পাদিত ও প্রকাশিত ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকার দুইজন রিপোর্টার মেহেদী ও লিমন দেওয়ান স্বশরীরে অংশগ্রহণ করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আপনার পত্রিকার সাংবাদিকদের দুইজনকেই মামলার আসামী করা হয়েছে। উক্ত অপ্রীতিকর ঘটনার দিন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে আপনার পত্রিকার মেইলে প্রেরণ করেন। আপনি সেই সংবাদটি আপনার পত্রিকায় প্রকাশ করেননি।
পরেরদিন উল্টো হামলাকারী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে পাল্টাপাল্টি মামলা হিসেবে উল্লেখ করে আপনার পত্রিকায় প্রকাশ করেছেন এবং আপনার পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় আপনি প্রেস ক্লাবের কয়েকজন স্থায়ী সদস্যকে ফোনে মামলা করার বিষয়ে কৈফিয়ত তলব করেছেন। যা প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আপনার প্রকাশিত পাল্টাপাল্টি মামলার প্রতিবেদন প্রকাশ ও আপনার হাউজের রিপোর্টারদ্বয়ের স্বশরীরে হামলাকারীদের সাথে অংশগ্রহণ করার কারণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মান ক্ষুন্ন হয়েছে। আপনি একজন স্থায়ী সদস্য হিসেবে কোনভাবেই নিজের এবং আপনার রিপোর্টারদ্বয়কে নিয়ে প্রেস ক্লাবের বিপক্ষে অবস্থান নিতে পারেন না। যা অনৈতিক ও ক্লাব পরিপন্থী কাজ হিসেবে ক্লাবের কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে বিশ্বাস করেন। আপনার এহেন কর্মকান্ডের কারণে ক্লাব সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ চার এর ক, খ, ছ এবং ট অনুসারে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা এই পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব লিখিতভাবে প্রেরণ করার অনুরোধ করা হলো। অন্যথায় কার্যকরী পরিষদ গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।