নারায়ণগঞ্জ টাইলস দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ টাইলস দোকান মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ টাইলস দোকান মালিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বাদ আছর চাষাড়ায় ক্রাউন বাফেট রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ টাইলস দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতারের আগমুহূর্তে দোয়া পরিচালনা করেন ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন আহমেদ, নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসদুল আলম খন্দকার খোরশেদ,
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, দৈনিক যুগের চিন্তার নির্বাহী সম্পাদক নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ টাইলস দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি মো.হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.দিদার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন, কোষাধক্ষ্য আল-মামুন মোল্লা, প্রচার সম্পাদক মো.রুমান মিয়া, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.জামাল হোসেন রনি, কার্যকরী সদস্য মো.ইউসুফ, মো.বাবুল মিয়া সহ প্রমুখ।