বিকেএমইএ নির্বাচনে ৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নির্বাচনে মোট ৩৫ টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে নারায়ণগঞ্জ থেকে ২৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, ঢাকা থেকে ১১ জন এবং চট্রগ্রাম থেকে ৭ জন মনোনয়নপত্র জমা প্রদান করেন। তবে এখানে বিকেএমইএ’র বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী জমা প্রদান করে।
তবে হাতেম প্যানেল থেকে ৪ জন প্রার্থী প্রত্যাহার কওে নেয়ার আলোচনা হচ্ছে। এসময় ৪২ জনের মধ্যে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের বৈধ প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ অঞ্চল থেকে ১ মোহাম্মদ হাতেম (এমবি নীট ফ্যাশন লিঃ), ২ মনসুর আহমেদ (মাদার কালার লিঃ), ৩ ফজলে শামীম এহসান (ফতুল্লা এ্যাপারেলস লিঃ), ৪ মোঃ সামসুজ্জামান (লিবার্টি নীটওয়্যার লিঃ মাইক্রো ফাইবার গ্রুপ), ৫ অমল পোদ্দার (মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিঃ পানাম গ্রুপ), ৬ মোঃ মোরশেদ সারোয়ার (আরএস কম্পোজিট), ৭ মোহাম্মদ রাশেদ (প্যাসিফিক সোয়েটার লিঃ), ৮ আশিকুর রহমান (রহমান স্পোর্টস ওয়্যার লিঃ), ৯ এএসএম কামরুল আহসান (আহসান নিটিং লিঃ), ১০ মোঃ জামাল উদ্দিন মিয়া (জাহিন নিটওয়্যার লিঃ) , ১১ মোস্তফা মনোয়ার ভূঁইয়া (ভূইয়া ফেব্রিক্স লিঃ), ১২ খন্দকার সাইফুল ইসলাম (আমানা নিটেক্স লিঃ), ১৩ রতন কুমার সাহা (পি. এম নিটেক্স (প্রাঃ) লিঃ), ১৪ নন্দ দুলাল সাহা (ওয়েবটেক্স এ্যাপারেলস লিঃ), ১৫ মোঃ আব্দুল হানড়বান (মেসার্স নীট সিন্ডিকেট),
১৬ ইঞ্জি. ইমরান কাদের তুর্য (সাউদার্ন নীটওয়্যার লিঃ), ১৭ ফকির কামরুজ্জামান নাহিদ (ফকির ফ্যাশন লিঃ), ১৮ মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ (আল আমিন এক্সপোর্ট লিঃ), ১৯ মিনহাজুল হক (ফতুল্লা ডায়িং এন্ড ক্যালেন্ডারিং মিল্স লিঃ), ২০ ইঞ্জি. বেলায়েত হোসেন রিপন (শ্রাবণী নীটওয়ার লিঃ), ২১ মোহাম্মদ নজরুল ইসলাম (জেডএস ষ্টাইল বিডি লিঃ), ২২ আহসান খান চৌধুরী (চরকা টেক্সটাইল লিঃ প্রান আরএফএল গ্রুপ), ২৩ মোঃ শাহরিয়ার সাইদ (ভি টেক ফ্যাশন (প্রাঃ) লিঃ), ২৪ মোহাম্মদ আব্দুল মোমেন (ফ্যাশন নীট গার্মেন্টস লিঃ (প্রাইড গ্রুপ), ২৫ রাজীব চৌধুরী (ইয়ং ৪ এভার টেক্সটাইলস লিঃ) , ২৬ মোঃ মহসিন রাব্বানি (এ্যাবলুম ডিজাইন লিঃ), ২৭ সালাহ উদ্দিন আহমেদ (আইএফএস ট্যাক্সওয়ার (প্রাঃ) লিঃ), ২৮ মোঃ মনিরুজ্জামান (বাঁধন ফ্যাশন লিঃ), ২৯ এম. ইসফাক আহসান (আহসান কম্পোজিট লিঃ), ৩০ এম. নাসিরুদ্দীন (ভিভজিওর নীট কম্পোজিট লিঃ), ৩১ মোঃ মামুনুর রশিদ (এন.টি. এ্যাপারেলস ইউনিট ২ লিঃ), ৩২ রাকিব সোবহান মিয়া (ইন্সপায়ার সোর্সিং)
চট্রগ্রাম অঞ্চল থেকে, ৩৩ গাওহার সিরাজ জামিল (ফোর এইচ ফ্যাশনস লিঃ (ফোর এইচ গ্রুপ)), ৩৪ আহমেদ নূর ফয়সাল (ভিজুয়্যাল নীটওয়্যার লিঃ), ৩৫ মোহাম্মদ শামসুল আজম (রিনোন এ্যাপারেলস লিঃ), ৩৬ ফওজুল ইমরান খান (বেঞ্জমার্ক এ্যাপারেলস লিঃ), ৩৭ মোহাম্মদ সেলিম (ফারজানা ফ্যাশনস ওয়ার্ল্ড লিঃ), ৩৮ আব্দুল বারেক (মুনতাহা এ্যাপারেলস লিঃ), ৩৯ মোঃ ইয়াসিন (মোঃ সনেট ফ্যাশনস লিঃ)।
তাছাড়া তাদের প্যানেলের বাহিরে রয়েছেন ৪০.জিএম হায়দার আলী (মার্টিন নিটওয়ার লিঃ),৪১.মো.মনির হোসেন খান শেখ (মনিকা নিট এপারেলস লিঃ),৪২ মো. শাহজাহান মিয়া (রনি নিটওয়্যার লিঃ)। তবে তারা তিন জন যদি প্রার্থীতা প্রত্যাহার করে না নেন তাহলে পরিচালনা পরিষদের ৩৫ পদে নির্বাচনের জন্য ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাই বিকেএমইএ’র নির্বাচনে তারা শেষ পর্যন্ত থাকবে কি না তা নিয়ে আলোচনা হচ্ছে।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন ১৬ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রার্থীরা ১৯ এপ্রিল বিকাল ৩টার মধ্যে প্রত্যাহার করতে পারবেন। একই দিন বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা ২০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তাদের ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। ১০ মে ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ১৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই টানা সপ্তমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় সেলিম ওসমান নেতৃত্বাধীন প্যানেলের ৩৫ জন পরিচালক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সেলিম ওসমান। এরপর গত বছরের ২৫ আগষ্ট বিকেএমইএর সভাপতির দায়িত্ব পায় ঝুট ব্যবসায়ী মোহাম্মদ হাতেম।