Logo
Logo
×

সংগঠন সংবাদ

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচন

যে তিন প্রার্থীর কারণে হচ্ছে বিকেএমইএ নির্বাচন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

যে তিন প্রার্থীর কারণে হচ্ছে বিকেএমইএ নির্বাচন

মার্টিন নীটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক জি.এম হায়দার আলী বাবলু, মনির নীট এ্যাপারেলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন শেখ, রনি নীটওয়্যার (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজাহান আলম।

Swapno

ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। নির্বাচন ব্যতিত তার অনুগতদের দিয়ে সিলেকশনে কমিটি গঠন করা ছিল তার স্টাইলে।   বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনও দীর্ঘদিন কুক্ষিগত করে রাখেন তিনি। এবারও সেই পথেই এগোচ্ছিল বিকেএমইএ নির্বাচন। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে  ৩৫টি পরিচালক পদে এবার লড়াই করছেন ৩৮ জন। তবে মাত্র তিন প্রার্থীর কল্যাণেই এবার বিকেএমইএ সিলেকশন বাদ দিয়ে ইলেকশনে যেতে হচ্ছে। সেলিম ওসমানের অনুগত ঝুটব্যবসায়ী মোহাম্মদ হাতেমসহ বাকি প্রার্থীদের তাই নির্বাচনেই নামতে হচ্ছে।  যদি এই তিনজন অতিরিক্ত প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করতেন, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচনের সবগুলো পদে প্রার্থী নির্বাচিত হয়ে যেতেন।



সূত্র জানিয়েছে, বেশিরভাগ পদেই একক প্রার্থী থাকায় তাদের নিয়ে ভোটের প্রয়োজন পড়ছে না। তবে তিনটি পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী থাকায় নির্বাচন হচ্ছে। ফলে ওই তিনটি পদের জন্য ভোট গ্রহণের প্রস্তুতি নিতে হচ্ছে নির্বাচনী কমিশনকে।



তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এই তিন প্রার্থীরা হচ্ছেন, মার্টিন নীটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক জি.এম হায়দার আলী বাবলু, মনির নীট এ্যাপারেলস  লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন শেখ, রনি নীটওয়্যার (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজাহান আলম।



বিকেএমইএ নির্বাচন প্রসঙ্গে মার্টিন নীটওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জি.এম হায়দার আলী বাবলু যুগের চিন্তাকে জানান, আমি বিকেএমইএ’র সাথে দীর্ঘদিন  ধরে জড়িত। এর পূর্বেও বহুবার আমি এখানে পরিচালক ছিলাম। তবে মাঝখানে আমি নির্বাচন করতে পারিনি। বিকেএমইএ'তে দীর্ঘ সময় ধরে নির্বাচন হচ্ছে না।আমরা চিন্তা ভাবনা করলাম, এখানে একটা নির্বাচন করা দরকার। তাই আমরা  সিদ্ধান্ত নিলাম যে, আমরা নির্বাচন করবো। আমরা নির্বাচন করার জন্যই নেমেছি। সকল ভোটারদের কাছে আমাদের আবেদন, আসুন উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দেই। আমরা মাত্র তিন জন। আশা করি আমাদের আপনারা নির্বাচিত করবেন। নির্বাচিত হলে আপনাদের জন্য যা প্রয়োজন, বিকেএমইএ'তে যা যা বলা দরকার, রপ্তানি বৃদ্ধির জন্য উন্নতিতে কাজ করা, সালিশি বোর্ড কার্যকর করা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা আমাদের নির্বাচিত করুন কারণ আমরা মাত্র তিনজন। আমাদের কারণেই নির্বাচনটা হচ্ছে।আশা করি আপনারা আমাদেরকে নির্বাচিত করবেন।



আরেক প্রার্থী মনির নীট এ্যাপারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ মনির হোসেন শেখ যুগের চিন্তাকে জানান, বিকেএমইএ'তে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। এবার যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে, সেজন্য আমরা তিনজন প্রার্থী হয়েছে। বিকেএমইএ'তে রপ্তানিতে উন্নতির লক্ষ্যে দেশে বিদেশে অনেক ধরণের মেলা কিংবা বিভিন্ন ধরণের কার্যক্রম করা হয়। কিন্তু নির্বাচন না হওয়ার কারণে সেই ধরনের কার্যক্রম হয়নি। বিকেএমইএ হলো বাংলাদেশের অন্যতম একটি সংগঠন, যারা রপ্তানির মাধ্যমে বৈদেশিক ডলার অর্জন করে। এখানেই যদি নির্বাচন না হয়, তাহলে কোথায় হবে?



সময় তিনি আরো বলেন, ৫৭২ জন ভোটারদের কাছে আবেদন রইল আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাদের তিনজনের কারণে নির্বাচনটা হচ্ছে, এর ফলে আপনারাও মূল্যায়িত হচ্ছেন, সবাই এখন আপনাদের কাছে ভোট চাইবে। আশা করি আপনারা আমাদেরকে নির্বাচিত করবেন।



আরেক প্রার্থী রনি নীটওয়্যার (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাজাহান আলম যুগের চিন্তাকে জানান, বিকেএমইএ’তে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। এবারও যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে না পারে সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করবো। কারণ একতরফা নির্বাচনে আমরা যেতে চাইনি। আমাদেরকে বলা হয়েছিল, তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্ত হলে তো আর নির্বাচন হবে না, আমরা নির্বাচনের পক্ষে। সকল ভোটারদের দোয়া ও সহযোগিতা চাই।  আমাদের কারণে আজ বিকেএমইএ'তে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করবেন।



অন্যদিকে, বিকেএমইএ নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এটি গণতান্ত্রিক চর্চারই অংশ; আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, সংগঠনের দীর্ঘদিন নির্বাচনবিহীন থাকার পর এ নির্বাচন কতটা কার্যকর হবে।



উল্লেখ্য যে, বিকেএমইএ'তে চূড়ান্তভাবে প্রার্থী  হয়েছেন ৩৮ জন। ১৯ এপ্রিল বিকেলে যাচাই বাছাই শেষে এই প্রার্থীদেরকে চূড়ান্ত করে নির্বাচন বোর্ড।  আগামী ১০ মে অনুষ্ঠিতব্য নিয়ে নির্বাচনে ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়ে পরবর্তীতে ১ জন সভাপতি, ১ জন নির্বাহী সভাপতি ও ৭ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন।  এর পূর্বে ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বর্তমান সভাপতি হাতেমের প্যানেল’র ছিল ৩৯ জন।  তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে হাতেম'র প্যানেলের ৪ মনোনয়ন প্রত্যাহার করে নেন।



হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

এবার দেখার বিষয় এ নির্বাচন ঠিক কতটা স্বচ্ছ ও উৎসবমুখর হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন