Logo
Logo
×

সংগঠন সংবাদ

ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনে’র দ্বিবার্ষিক নির্বাচন

২১ পদে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

২১ পদে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Swapno

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) ২১ পদে ২৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সাধারণ গ্রুপ থেকে ১৫ পদে ১৬ প্রার্থী এবং এসোসিয়েট গ্রুপের ৬ পদে ৮ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ গ্রুপ থেকে আলহাজ্ব এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, আলহাজ্ব মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন ও মো. বিল্লাল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



এছাড়া এসোসিয়েট গ্রুপ থেকে মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।



নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন চেয়ারম্যান হিসেবে, প্রবীর কুমার সাহা, সদস্য হিসেবে মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান। নির্বাচন আপিল বোর্ডে  চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আইউব, সদস্য আলহাজ্ব মো. নিছারউদ্দিন কামাল এবং মো. মকবুল হোসেন দায়িত্ব পালন করছেন।



উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর তফসিল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং ১৫ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।  তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন এবং আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন