আড়াইহাজারে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম
আড়াইহাজার খাশের কান্দি গ্রামে মোজো কিনতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে তিন বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আবিরা। গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকাল চারটার দিকে বাসার অদূরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌঁনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের দাদা ইব্রাহিম ইবু বলেন, আজ বিকালে বাসার অদূরে একটি দোকানে মোজো কেনার জন্য আসছিল আবিরা। আমি রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিলাম। তখন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় আড়াইহাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক নিলে মারা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত আবিরা নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার খাশের কান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেনের একমাত্র মেয়ে। এস.এ/জেসি