Logo
Logo
×

নগরের বাইরে

ডিবি পরিচয়ে ছিনতাইকৃত ট্রাক ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১১:৩২ পিএম

ডিবি পরিচয়ে ছিনতাইকৃত ট্রাক ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি


আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই করা ৭ টন ওজনের মালামাল বহনকারী একটি ট্রাক ও ছিনতাইকৃত প্রায় ৪শ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টায় ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে থানার এস আই নূর ই আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে পৌরসদরের মুকুন্দী এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করেন।  

 

 

এস আই নূর ই আলম সিদ্দিকী জানান, রোবাবর রাত সাড়ে ৩টার দিকে টহল ডিউটি করার সময় ৯৯৯ নম্বর থেকে কলের সূত্র ধরে আমরা ছিনতাইকৃত ট্রাকের মালিক ও চালকের সাথে যোগাযোগ করলে তারা জানান, সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আড়াইহাজার এলাকায় ডিবি পরিচয়দানকারী একদল ছিনতাইকারীর হাতে ছিনতাই হয়।

 

 

ট্রাকটি আড়াইহাজার পৌরসদরের মুকুন্দী এলাকায় আছে। এ সংবাদ পেয়ে পুলিশের টিম মুকুন্দী এলাকায় গিয়ে জনৈক নাহিদ কাজীর কাছ থেকে ভাড়া নেয়া কাওসারের গুদাম ঘরের সামনে ট্রাকটি দেখতে পান। ট্রাকটি থেকে কাওসারের গোডাউনে চিনির বস্তাগুলো আনলোড করছিল কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে যায়।

 

 

এ সময় কাওসারের গোডাউন থেকে প্রায় আড়াইশ বস্তা চিনি আনলোড করা অবস্থায় উদ্ধার কার হয়। তা ছাড়া ট্রাকটিতে তখনো প্রায় দেড়শতাধীক বস্তার মত চিনি ছিল। এ অবস্থায় জব্দকৃত ট্রাক ও চিনি থানায় নিয়ে আসে পুলিশ। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ  জানান, ট্রাক মালিক ও চালক আসলে  ভাল করে জেনে শুনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন