আড়াইহাজারে ২৫ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:৫৩ পিএম
আড়াইহাজারে ২৫ দোকানিকে দোকানের বাহিরে ফুটপাতে মালামাল রাখার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক। গতকাল বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার বাজারে এই অভিযান চালান আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।
তিনি বিকেলে শহীদ মিনার থেকে শুরু করে আড়াইহাজার পায়রা চত্বর পর্যন্ত রাস্তার দু'পাশে দোকানিরা ফুটপাতে মালামাল রেখে বিক্রি করার অপরাধে ২৫ জনকে ৫ ০০ থেকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমান অভিযানের কথা ছড়িয়ে পড়লে অন্য দোকানিরা মালামাল দোকানের ভিতর রেখে তালা মেরে পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক বললেন রাস্তার দুপাশ দিয়ে মানুষের হাঁটাচলার সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। এন. হুসেইন রনী / জেসি