Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে প্যাচাইল এলাকায় পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. কাউসার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৪টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কাউসার নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার প্যাঁচাইল এলাকার জজ মিয়ার ছেলে। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।

 

নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, দুপুরের দিকে কাউসার নিজেদের বাড়ির ভিটেমাটি পাকা করার কাজ তদরকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন পড়ে। তাই পানির মটরে সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে কাউসার। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান কাউসার আর বেচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কাউসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন